আসছে বিটলসের নতুন গান
ব্যান্ড ভেঙে গেছে পাঁচ দশকের বেশি সময় আগে। তাই দ্য বিটলসের নতুন গান প্রকাশের খবর ভক্তদের কাছে এসেছে নতুন চমক হয়ে। বিশ্বজুড়ে আলোচিত এই ব্রিটিশ ব্যান্ডের ভক্ত-অনুরাগীর অভাব নেই। তাঁদের জন্য সুখবর, আগামী ২ নভেম্বর মুক্তি পাবে বিটলসের নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’।
বিবিসি জানিয়েছে, সত্তরের দশকে গানটি ডেমো রেকর্ড করেছিলেন ব্যান্ডের সদস্য জন লেলন। সেখান থেকে গত বছর গানটি শেষ করেছেন পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার।
কিছুদিন আগেই বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গানটি প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন পল ম্যাককার্টনি। তিনি বলেছিলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পুরোনো রেকর্ড থেকে জন লেলনের কণ্ঠ ‘জীবন্ত’ করার চেষ্টা করছেন তাঁরা।
গানটি প্রকাশের খবর নিশ্চিত করে এক বিবৃতিতে ম্যাককার্টনি বলেন, ‘গানটির জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে বিটলসের প্রয়াত জন লেননের কণ্ঠ আলাদা করা হয়। বলা যায়, কাজটি করতে গিয়ে একধরনের পরাবাস্তব অভিজ্ঞতা হয়েছে। গান কম্পোজ করার সময় জন লেননের কণ্ঠস্বর আমাদের তাড়া করেছে।’ গানটির মধ্যে লেননের কণ্ঠসহ বিটলসের সব সদস্যের উপস্থিতি রয়েছে বলেও জানান ম্যাককার্টনি। এই গায়ক বলেন, ‘২০২৩ সালেও বিটলস কাজ করছে, একটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছে, যা মানুষ আগে কখনো শোনেননি, ভাবা যায়! এটি খুবই রোমাঞ্চকর একটি ব্যাপার।’
পল ম্যাককার্টনি জানান, এক বছর আগে লেননের স্ত্রী ইয়োকো ওনোর কাছ থেকে ডেমো রেকর্ডটি তিনি পেয়েছিলেন। ডেমো গানগুলো রেকর্ড করা হয়েছিল ১৯৮০ সালে লেনন মারা যাওয়ার কিছুদিন আগে। ১০ নভেম্বর নতুন করে প্রকাশিত হবে দ্য বিটলসের অ্যালবাম ‘রেড অ্যান্ড ব্লু’; এতেও থাকবে ‘নাউ অ্যান্ড দেন’ গানটি। ‘রেড অ্যান্ড ব্লু’ অ্যালবামটি প্রথম মুক্তি পায় ১৯৭৩ সালে। বহুল প্রশংসিত এই অ্যালবামকে ইতিহাসের অন্যতম সেরা বলে অভিহিত করেছিল রোলিং স্টোন সাময়িকী।