শতাব্দীর সেরা পপতারকা কে? সেরা দশেই–বা কারা

চলতি শতকের সেরা ২৫ পপশিল্পীর তালিকা প্রকাশ করেছে বিলবোর্ড সাময়িকী। এই তালিকার শীর্ষে আছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেরা ১০ শিল্পীর তালিকা।

১ / ৯
তালিকার ১০-এ রয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। ২০০৬ সালে ক্যারিয়ার শুরুর পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ৩৬ বছর বয়সী এই তারকার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘৩০’। রয়টার্স
২ / ৯
গত মাসেই তাঁর অভিনীত সিনেমা ‘উইকেড’ মুক্তি পেয়েছে। তবে অভিনয় নয়, বরং গান দিয়েই আলোচিত আরিয়ানা গ্রান্দে। এই গায়িকা রয়েছেন তালিকার ৯ নম্বরে। এএফপি
৩ / ৯
শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অনেক দিন সেভাবে গান বা কনসার্টে নেই জাস্টিন বিবার। তবে এই কানাডীয় তারকা চলতি শতকের অন্যতম শীর্ষ পপশিল্পী, তাতে সন্দেহ নেই। বিলবোর্ডের তালিকায় তিনি আছেন ৮ নম্বরে। রয়টার্স
৪ / ৯
তালিকার ৭–এ রয়েছেন বিতর্কিত মার্কিন র‍্যাপার কনইয়ে ওয়েস্ট। তাঁর বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে, নানা বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনার জন্ম দিয়েছেন। তবে গানের কারণে তাঁর বিশ্বব্যাপী আলাদা শ্রোতা আছে। রয়টার্স
৫ / ৯
ক্যারিয়ার কার্যত শেষ। অনেক দিন সেভাবে গানে নেই। ব্যক্তিজীবন নানা বিতর্কে ভরা। তবু চলতি শতকের পপসংগীতের ইতিহাস লিখতে হলে ব্রিটনি স্পিয়ার্সের নাম আপনাকে শুরুর দিকেই রাখতে হবে। বিলবোর্ডের এই তালিকায় তিনি রয়েছেন ৬-এ। রয়টার্স
৬ / ৯
ইদানীং গানের চেয়ে অভিনয় নিয়েই হয়তো বেশি ব্যস্ত লেডি গাগা, তবে বিশ্বসংগীতের শ্রোতারা জানেন, গায়িকা গাগা কতটা শক্তিশালী। এই তালিকার পঞ্চম স্থানে জায়গা হয়েছে তাঁর। এএফপি
৭ / ৯
কানাডীয় র‍্যাপার ড্রেককে নিয়েও বিতর্কের শেষ নেই। তবু গানে নতুন মাত্রা যোগ করা এই গায়কের ভক্ত-অনুসারীর অভাব নেই। তিনি আছে ৪ নম্বরে। রয়টার্স
আরও পড়ুন
৮ / ৯
চলতি সময়ের সবচেয়ে আলোচিত গায়িকার একজন টেলর সুইফট। তাঁর চলমান সংগীত সফর দ্য ইরাস ট্যুর বিশ্বসংগীতেই নতুন মাত্রা যোগ করেছে। তিনি আছেন তালিকার দুইয়ে। এএফপি
৯ / ৯
কিছুদিন আগেই গ্র্যামি মনোনয়নে নতুন রেকর্ড গড়েছেন বিয়ন্সে। ৬৭তম গ্র্যামির মনোনয়নে সর্বোচ্চ ১১ মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। সব মিলিয়ে গায়িকার গ্র্যামি মনোনয়নের সংখ্যা ৯৯। এত মনোনয়ন নেই আর অন্য কোনো শিল্পীর। এই মনোনয়ন কেবল একটা উদাহরণমাত্র, কেবল পুরস্কার নয়, চলতি শতকে অনেক বিচারেই অন্যতম সেরা গায়িকা তিনি। বিলবোর্ডের তালিকায় তিনি আছেন শীর্ষে। রয়টার্স