সিডনিতে গাইলেন আজাদ রহমানের মেয়ে নাফিসা

সংগীত পরিবেশন করছেন নাফিসা আজাদ। ছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে গাইলেন প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার প্রয়াত আজাদ রহমানের মেয়ে নাফিসা আজাদ। সিডনির ক্যাম্পবেলটাউন আর্ট সেন্টারে এই সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিডনির প্রবাসী বাংলাদেশিরা সপরিবার অংশগ্রহণ করে তাঁর গান উপভোগ করেন। এ সময় তাঁর বাবার বিখ্যাত গানসহ রবীন্দ্র, নজরুল, আধুনিক, বাংলা খেয়ালসহ বিভিন্ন ঘরানার গান পরিবেশন করেন তিনি।

‘জন্ম আমার ধন্য হলো’, ‘মনের রঙে রাঙাব’সহ বহু বিখ্যাত গানের স্রষ্টা আজাদ রহমান। বাবার গানের যোগ্য উত্তরসূরি হিসেবে সিডনির বাংলাদেশিদের গানে গানে মন মাতিয়েছেন আজাদ রহমানের ছোট মেয়ে নাফিসা আজাদ। গান পরিবেশনের ফাঁকে ফাঁকে তিনি অনেক গানের পেছনের গল্পও শুনিয়েছেন উপস্থিত শ্রোতাদের। এ ছাড়া বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের গান গেয়ে তাঁদের স্মরণও করেছেন। তা ছাড়া অনুষ্ঠানের একাংশে সিডনির নতুন প্রজন্মের বাংলাদেশি তরুণ শিল্পী নীলাদ্রি চক্রবর্তীও গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক–শ্রোতাদের প্রশংসা পায়।

বাবার গানের যোগ্য উত্তরসূরি হিসেবে সিডনির বাংলাদেশিদের গানে গানে মন মাতিয়েছেন আজাদ রহমানের ছোট মেয়ে নাফিসা আজাদ
প্রথম আলো

সিডনির বাংলাদেশি সংগঠন সংস্কৃতি কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানটি নিয়ে আজাদ রহমানের সহধর্মিণী ও ‘মনের রঙে রাঙাব’র শিল্পী সেলিনা আজাদ বলেন, ‘আমার মেয়েরা বিদেশের কর্মব্যস্ত জীবনের ফাঁকে বাবার গানগুলোকে ধরে রাখতে পেরেছে, এর চেয়ে আনন্দের কিছু নেই আমার।’