অরিজিতের গান শুনে আতঙ্কে কেঁদেছেন জনপ্রিয় এই প্লেব্যাক শিল্পী
আরিজিৎ সিংয়ের গান শুনে মুগ্ধ হন না, এমন শ্রোতা পাওয়া মুশকিল। তাঁর শোর টিকিটের আকাশচুম্বী দাম হলেও অরিজিতের গান শুনতে ভিড় করেন তরুণ-তরুণীরা। এবার সেই অরিজিতের সমালোচনা করলেন প্রখ্যাত সংগীতশিল্পী অনুরাধা পাড়োয়াল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
বলিউডে নব্বই দশকের সেরা প্লেব্যাক শিল্পীদের মধ্যে একজন অনুরাধা পাড়োয়াল। ১৯৭৩ সালে অমিতাভ বচ্চনের ‘অভিমান’ সিনেমায় গান গেয়ে সংগীত ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন বলিউডের রিমিক্স গান নিয়ে। পুরোনো গান রিমিক্স করা নিয়ে বিরক্ত এই সংগীতশিল্পী। একটি রিমিক্স গানের উদাহরণ দিতে আরিজিৎ সিংয়ের প্রসঙ্গ আনেন।
‘হেট স্টোরি ২’ সিনেমায় ‘আজ ফির তুম পে’ গানটি গেয়েছিলেন আরিজিৎ। গানটি ছিল ১৯৮৮ সালের ‘দয়াবান’ সিনেমার ‘আজ ফির তুম পে’ গানের রিমিক্স।
‘দয়াবান’ সিনেমায় গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অনুরাধা পাড়োয়াল ও পঙ্কজ উদাস। তাঁর গাওয়া এই গানের রিমিক্স শুনে তিনি আতঙ্কিত হয়ে যান বলে জানান অনুরাধা। গানটি শুনে কেঁদেছিলেন তিনি। আতঙ্ক কাটাতে তিনি নিজের গাওয়া গানটি কয়েকবার শুনেছিলেন।
একজন অনুরাধাকে অরিজিতের গাওয়া গানটি শুনতে পরামর্শ দিয়েছিলেন। তিনি অনুরাধাকে বলেছিলেন, গানটি অনেক ভালো হয়েছে, জনপ্রিয়তাও পেয়েছে। কিন্তু সেই গান শোনার পর নিজের মনের শান্তি ফেরাতে অরিজিনাল গানটি বারবার শুনতে হয়েছে।
একাধিক রিমেক গানে কণ্ঠ দিয়েছেন আরিজিৎ। সেই গানগুলো পছন্দও করেছেন শ্রোতারা। কিন্তু অনুরাধার গাওয়া গান গেয়ে তাঁর মন ভরাতে পারেননি আরিজিৎ।