গায়ক যখন নির্মাতা

আহমেদ হাসান সানিশিল্পীর সৌজন্যে

‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর।

সানির বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র আলোচিত হয়েছে। এবার চলচ্চিত্রে অভিষেক ঘটছে তাঁর। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্মাণ করেছেন সানি।

সিনেমাটি নিয়ে সানি প্রথম আলোকে জানান, এটি মূলত বাবা ও মেয়ের গল্প। এ বছরের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেছেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি।

আরও পড়ুন
এ বছরের শুরুতে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেছেন সানি
নির্মাতার সৌজন্যে
আরও পড়ুন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন এ কে আজাদ সেতু ও লতা আহমেদ। ছবিটি নির্মিত হয়েছে রোলিন রিল্মসের ব্যানারে।

পরিচালনার পাশাপাশি প্রযোজনা ও সিনেমার গল্পও লিখেছেন সানি। সানির সঙ্গে যৌথভাবে সিনেমার গল্প লিখেছেন মোতাসিম বিল্লাহ আদিত্য। প্রযোজনায় সানির সঙ্গে রয়েছেন খালিদ হোসাইন। চিত্রগ্রহণ করেছেন আবু রায়হান।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে সানির। এর আগে স্বল্পদৈর্ঘ্যে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি।

চলচ্চিত্রের পোস্টার
নির্মাতার সৌজন্যে

শূন্য দশকের গোড়ার দিকে বড় পর্দায় ‘ওরা ১১ জন’ সিনেমা দেখে নির্মাণের প্রতি আগ্রহী হয়ে ওঠেন সানি। নির্মাতা হতে ২০১০ সালে স্বাধীন চলচ্চিত্র নির্মাণের ওপর কর্মশালা করেন।

২০১২ সালে গান শুরু করেন। এর মধ্যে ২০১৫ সালের দিকে বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটে তাঁর।