ঢাকায় এক মঞ্চে ৩০ ব্যান্ড
পপ কালচার উৎসব ‘ঢাকা সামার কন ২০২৩ ’–এ আর্টসেল, ওয়ারফেজ, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফাসহ দেশের ৩০টি ব্যান্ড গাইবে। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১৩ জুলাই থেকে ১৫ জুলাই তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্বোধনী দিনে গাইবে দেশের ৮টি ব্যান্ড; এর মধ্যে রয়েছে ওল্ড ঢাকা ডায়েরিজ, ফিরোজ জং, ইন্দালো, বাংলা ফাইভ, লেভেল ফাইভ, ওউনড, অড সিগনেচার, ড্যাডস ইন দ্য পার্ক। এর বাইরে সংগীত প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনসেরও পরিবেশনা থাকবে।
১৪ জুলাই গান পরিবেশন করবে মেসিয়ানিক এরা, নেইভ, এনকোর, সাবকনশাস, আফটারম্যাথ, সোনার বাংলা সার্কাস, অ্যাশেজ, ব্রহ্মপুত্র, ক্রিপটিক ফেইট ও আর্টসেল। ১৫ জুলাই সমাপনী আয়োজনের মঞ্চে থাকবে আপেক্ষিক, মেকানিকস, কার্নিভাল, ব্ল্যাক, আরবোভাইরাস, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেইজ। পাশাপাশি এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েতেরও গান পরিবেশন করার কথা রয়েছে।
কনসার্টের টিকিট গেটসেটরক ডটকমে পাওয়া যাচ্ছে।