আজ মিউজিক@ডেস্কে কনক আদিত্য
কাজের ফাঁকে কর্মীদের একটু বিনোদন দেওয়ার জন্য প্রথম আলো মাসের একটি দিন সংগীতানুষ্ঠানের আয়োজন করে। সেই আয়োজনের ধারাবাহিকতায় সম্প্রতি প্রথম আলোর কর্মীদের গান শুনিয়ে গেলেন কনক আদিত্য।
প্রথম আলো অফিসের সপ্তম তলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিকেল সাড়ে চারটায় নিজের হাতে বানানো ‘শুকতারা’ নিয়ে গাইতে বসেন কনক আদিত্য। তিনি শুরু করেন ‘মানুষের মন ভালো না’ গান দিয়ে। এরপর তিনি পরিবেশন করেন ‘তুমি আমার বন্ধু হে’।
কনক আদিত্যর তৃতীয় গান ছিল ‘লিলুয়া বাতাস’। পর্যায়ক্রমে তিনি গেয়ে শোনান ‘জীবন নদীর ঘাটে বসে’ ও ‘এমন যদি হতো’ গান দুটি। সর্বশেষে তিনি পরিবেশন করেন জনপ্রিয় গান ‘বকুল ফুল, বকুল ফুল’। এ গানের সঙ্গে প্রথম আলোর কর্মীরদেরও ঠোঁট মেলাতে দেখা যায়।
মিউজিক@ডেস্ক নামের অনুষ্ঠানটি আজ রাত ১০টায় প্রথম আলোর অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে দেখা যাবে। এর আগে মিউজিক@ডেস্ক অনুষ্ঠানে গান শুনিয়ে গেছেন বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, হায়দার হোসেন ও কৃষ্ণকলি।