কনসার্টে দর্শকের ওপর চটলেন সনু, বললেন ‘ভোটে দাঁড়ান’
হিন্দি প্লেব্যাকের ইতিহাস লিখতে গেলে যাঁদের কথা অবধারিতভাবে আসে, তাঁদের একজন সনু নিগম। যাঁকে রোমান্টিক গানের বাদশাও বলে থাকেন ভক্ত-অনুরাগীরা। সেই সনু নিগমই এবার ভক্তদের ওপর বেজায় চটেছেন। গত ৯ ফেব্রুয়ারি কলকাতায় কনসার্ট করতে গিয়েছিলেন গায়ক। প্রায় দুই মাস আগে থেকেই একক অনুষ্ঠানের টিকিট বিক্রি হচ্ছিল। তবে ভক্তদের টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছিল। এ পরিপ্রেক্ষিতেই স্থান বদল করতে বাধ্য হন আয়োজকেরা। বাঁছাই করা হয় কলকাতার রাজারহাট। অনুষ্ঠানস্থলে তিল পরিমাণ জায়গা ছিল না। পুরো মাঠে দর্শক আর দর্শক। নির্দিষ্ট সময়ে মঞ্চে ওঠেন সনু নিগম। কনসার্টের জন্য সবুজ ও সোনালি রঙের স্যুট পরেন। নিজের পুরোনো লয়ে গান ধরেন। কিন্তু তাল কেটে যায় দর্শকসারিতে বসা ভক্তদের জন্য। গায়ককে দেখে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে পড়েন অনেক ভক্ত।
ভক্তদের বিশৃঙ্খলায় মাঝপথে গান থামাতে বাধ্য হন এই গায়ক। ধরাবাঁধা সময়ের কনসার্টে ভক্তদের অনুরোধের গানও থাকে। এমন সময়ে বিশৃঙ্খল পরিবেশে মাথা ঠিক রাখতে পারেননি গায়ক। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে নাকি মাঝেমধ্যেই আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ছিলেন দর্শকেরা। এই সময়ে রেগে গিয়ে মাইক হাতেই ভক্তদের ধমকাতে শুরু করেন সনু নিগম। তিনি বলেন, ‘এত যখন শখ দাঁড়িয়ে থাকার, যান না, ভোটে দাঁড়ান!’ এমন কথা বলেই দর্শকদের বসে পড়ার অনুরোধ করেন সনু নিগম। তিনি বলেন, ‘তাড়াতাড়ি বসুন, আমার সময় চলে যাচ্ছে। এরপর এত গান গাইতে হবে।’ একবার জোরে ধমকে দিয়ে বলেছেন, একদম চুপ করে বসবেন।
গায়কের এই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। যদিও বকাঝকা খেয়েও প্রিয় শিল্পীর গানের জাদুতে বুঁদ হয়ে পড়েন পুরো কলকাতাবাসী। সম্প্রতি পুনের একটি অনুষ্ঠানে গিয়ে কোমরের পেশিতে টান ধরে গায়কের। স্টেজ থেকে নেমেও গিয়েছেন তখন। পরে একটি ভিডিও প্রকাশ করে গায়ক বলেন, পেশিতে হঠাৎ খিঁচ ধরেছিল। প্রচণ্ড ব্যথায় বাধ্য হয়ে শো ছাড়তে হয়েছে। ভিডিওতে দ্রুত সেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন সনু।