ঘাড় ধরেই নাটকটিতে কাজ করানো হয় আমাকে...
গানের মানুষ সাবরিনা পড়শী। তবে গানের মানুষটি অভিনয়েও মন ছুঁয়েছেন দর্শকের। সাম্প্রতিক বছরে বেশ কিছু দর্শকনন্দিত নাটকে অভিনয় করেছেন এই সংগীতশিল্পী। যদিও ২০১৬ সালেই বড় পর্দায় অভিষেক হয়েছিল পড়শীর। ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খানের সঙ্গে ‘মেন্টাল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গেছে পড়শীকে। এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি গায়িকার।
তবে সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় করলেও বড় পর্দা নিয়ে পড়শীর ভাবনা বা পরিকল্পনা কী?—এমন প্রশ্নে গায়িকার সাফ জবাব, সিনেমায় কাজের আগ্রহ তাঁর একদমই নেই। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পড়শী বলেন, অভিনয়টা শুধু নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি। এর বাইরে আর তাঁকে দেখা যাবে না।
পড়শী বলেন, ‘নাটক পর্যন্ত ঠিক আছে। নাটকের ক্ষেত্রে তিন-চার দিনের কাজের সে সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে। আমার মনে হয়, এই তিন-চার দিন ডিরেক্টরও আমাকে সহ্য করে নিতে পারবেন। তবে এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন না, আমিও হয়তো অতটুকু পর্যন্ত চালিয়ে নিতে পারব না।’
শুধু তা–ই নয়, সিনেমায় কাজের বিষয়টিকে দুঃসাহসিকতা মন্তব্য করে তিনি বলেন, ‘আমি যেটি করেছি, পুরোটাই পছন্দের জায়গা থেকে। যেহেতু আমি পেশাদার নই, সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না।’
প্রথম নাটকের অভিজ্ঞতার কথা জানিয়ে পড়শী বলেন, ‘আমার প্রথম নাটকের কাজটা বেশ জটিল ছিল। একরকম ঘাড় ধরেই নাটকটিতে কাজ করানো হয় আমাকে। নাটকটা একদমই করতে চাইনি, বেশ ভয়ে ছিলাম। তবে গানের পাশাপাশি যখন অভিনয়টা করি, তখন আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে। তবে আমি গানের মানুষ, গান নিয়েই থাকা হয়। অভিনয়টা করি শখের বশে।’
ছোটবেলাতেই সংগীত প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পড়শী। দর্শক-শ্রোতাদের জনপ্রিয় অনেকগুলো গানও উপহার দিয়েছেন। সবশেষ গত শনিবার মুক্তি পেয়েছে পড়শীর ডুয়েট গান ‘ভালোবাসা বলে কি তারে’। গানে তাঁর সঙ্গে গলা মিলিয়েছেন ইমরান মাহমুদুল।