যাত্রাবিরতিতে গাইবে সর্বনাম, সঙ্গে অর্ঘ্য দেব ও রোদসী

সর্বনাম ব্যান্ডের সদস্যেরা ও দুই তরুণ সংগীতশিল্পী অর্ঘ্য দেব, রোদসী ইসফার ফাতেমীকোলাজ

‘গাই গান, মিলে প্রাণে প্রাণ’ শীর্ষক আয়োজনে গাইবে তরুণদের মধ্যে আলোচিত ব্যান্ড সর্বনাম ও দুই তরুণ সংগীতশিল্পী অর্ঘ্য দেব, রোদসী ইসফার ফাতেমী।

আজ বনানীর যাত্রাবিরতিতে সন্ধ্যা ৭টা থেকে গাইবেন তাঁরা।

সর্বনাম ব্যান্ডের সদস্যেরা
ফেসবুক থেকে

এক যুগের পথচলায় ‘নামের গোসাঁই’, ‘ঝাঁপ দিয়েছি তোমার জলে’, ‘কালা মেঘ’, ‘বান্ধব’সহ বেশ কয়েকটি আলোচিত গান উপহার দিয়েছে সর্বনাম ব্যান্ড।

ব্যান্ডটির সদস্যরা হলেন হাসনাত রিপন, রিফাত নোবেল, নুসরাত জাহান ইরা, সানজিদা চৌধুরী অরিন, মোনায়েম, ধ্রুব চৌধুরী, আসাদ সুমন, শঙ্খ দেব।

অর্ঘ্য দেব
ফেসবুক থেকে

স্বাধীন শিল্পী হিসেবে শ্রোতাদের মধ্যে পরিচিতি রয়েছে অর্ঘ্য দেবের।

‘অনুভূতির আলোড়ন’ নামে প্রথম অ্যালবাম নিয়ে এসেছেন তরুণ গায়িকা রোদসী ইসফার ফাতেমী। গত ২ নভেম্বর অ্যালবামটি প্রকাশ করেছেন রোদসী। ১৮ বছর বয়স থেকে তিনি গান লেখা শুরু করেন।

তরুণ সংগীতশিল্পী রোদসী ইসফার ফাতেমী
শিল্পীর সৌজন্যে

রোদসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন। মার্কিন পপ তারকা টেলর সুইফট তাঁর অনুপ্রেরণা।