১৪ বছর পর ঢাকায় গাইল ‘জাল’

অনিশ্চয়তা কাটিয়ে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট দিয়ে ১৪ বছর পর ঢাকায় কনসার্ট করেছে পাকিস্তানি ব্যান্ড জাল। গতকাল রাতে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে গেয়েছে ব্যান্ডটি।

১ / ৪
গত বুধবার রাতে ঢাকায় নেমেছে জাল। শুক্রবার কনসার্টের কথা ছিল, তবে শেষ মুহূর্তে তা স্থগিত হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়। পরদিন শনিবার যমুনা ফিউচার পার্কে কনসার্টের ঘোষণা দেন আয়োজকেরা। এদিন নানা নাটকীয়তার পর মঞ্চে আসে জাল
ছবি: আয়োজকদের সৌজন্যে
২ / ৪
এর আগে টিকিট কেটে অনেকে ভেন্যুতে ঢুকে পড়লে বিশৃঙ্খলা শুরু হয়। নিরাপত্তার জন্য সেনাবাহিনী ডাকা হয়েছিল। মধ্যে বিরতির পর ‘চাইতে পারো’ পরিবেশন করেছে অর্থহীন। প্রায় এক বছর পর মঞ্চে ফিরেছে ‘বেজবাবা’ সুমন ও অর্থহীন
ছবি: আয়োজকদের সৌজন্যে
৩ / ৪
এর আগে মঞ্চে এসেছিল নব্বইয়ের আরেক জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস
ছবি: আয়োজকদের সৌজন্যে
৪ / ৪
কনসার্টের শুরুতে বিকেল পাঁচটায় হালের আলোচিত ব্যান্ড কনক্লুশন। কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স
ছবি: আয়োজকদের সৌজন্যে
আরও পড়ুন