সাইকোপ্যাথসের অভিষেক গান
প্রথম মৌলিক গান ‘একা’ প্রকাশ করছে সাইকোপ্যাথস। আজ রাত ৯টায় ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
গানটির কথা লিখেছেন তথ্যজিৎ ঋঝি ও নাজমুস সাকিব। সুর ও সংগীত আয়োজন করেছেন আহসানুল ফাহিম ও অনিক হালদার।
গিটারে রয়েছেন সোহান মাহমুদ ও অনিক হালদার সৌরভ; বেজ গিটার বাজিয়েছেন মারজুক আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন নাজমুস সাকিব। ড্রামসে রয়েছেন সাকিব সালেক।
গানে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রওনক ফাতেমা। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ করা হয়েছে।
গানের ভিডিও চিত্র পরিচালনা করেছেন আশিকুর রহমান। সিনেমাটোগ্রাফি করেছেন কৃষ্ণ গোপাল। ক্যামেরার পেছনে কাজ করেছেন রিফাহ ইসলাম।