তাহসানকে ঘিরে ভাইরাল, ১০ ছবিতে জেনে নিন রোজার পরিচয়

গত রাত থেকেই আলোচনায় রোজা নামটি। ফেসবুক ট্রেন্ডিংয়ে নামটি ‘পপুলার দেখাচ্ছে’। এর কারণ, তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের নাম। রাতে হঠাৎ করেই ভাইরাল হয় তাহসান খান বিয়ে করেছেন। এখনো বিয়ে না করলেও তাহসান জানালেন, তাঁদের বিয়ে হবে। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই সবাই ফেসবুকে খুঁজতে থাকেন রোজাকে। ১০টি ছবিতে দেখে নিতে পারেন তাহসানের জীবনসঙ্গী হতে যাওয়া রোজাকে।
১ / ১০
রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে
ছবি: ফেসবুক
২ / ১০
রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৩ / ১০
ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে তাঁর সুনাম রয়েছে। তাঁর নিজ নামে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান রয়েছে। এর ফেসবুক অনুসারী প্রায় ১০ লাখ
ছবি: ফেসবুক
৪ / ১০
মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিতি পাওয়ার পর তিনি নিজেও নিউইয়র্কে তরুণীদের মেকআপ নিয়ে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৫ / ১০
রোজা আহমেদের ইনস্টাগ্রাম থেকে জানা যায়, রোজা করোনার পর থেকে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান। তবে দেশেও মেকআপ নিয়ে কাজ করার ইচ্ছা আছে
ছবি: ফেসবুক
৬ / ১০
গত মাসে রোজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে জানুয়ারিতে দুই দিনব্যাপী ব্রাইডাল মেকআপের ওপর বেসিক মাস্টার ক্লাস নেবেন। সেখানে তিনি বিশেষ মেকআপের বিশেষ কৌশল, পেশাদার নির্দেশনা দেবেন ও শেষে শিক্ষার্থীদের সনদ দেবেন
ছবি: ফেসবুক
৭ / ১০
বরিশালের মেয়ে রোজা। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন,বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না
ছবি: ফেসবুক
৮ / ১০
দুই বছর আগে তিনি তরুণ উদ্যোক্তা হিসেবে ‘মর্যাদাপূর্ণ নারী উদ্যোক্তা পুরস্কার-২০২৩’ পান
ছবি: ফেসবুক
৯ / ১০
ক্যারিয়ার নিয়ে রোজা মনে করেন, ‘কোনো কিছুর প্রতি যদি প্যাশন থাকে এবং যে কেউ সৎ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম করে, তবে সেটা বড় শহরে বেড়ে না ওঠা সত্ত্বেও অনেক বড় হয়ে যায়।’
ছবি: ফেসবুক
১০ / ১০
জানা যায়, একসময় ঢাকাতেই রোজার বিউটি পারলার ছিল। সেখানে বিভিন্ন তারকার ব্রাইডাল ফটোশুটের জন্য মেকআপ করতেন। তিন বছরের বেশি সময় আগের একটি ছবিতে, বিদ্যা সিনহা মিমের সঙ্গে রোজা। তখন ঢাকাতেই থাকতেন রোজা।
ছবি: ফেসবুক
আরও পড়ুন