ঢাকায় গাইবেন জাভেদ আলী

জাভেদ আলীছবি: ফেসবুক থেকে

ঢাকায় ‘আরবান নাইট উইথ থ্রি নেশনস’ কনসার্টে গাইবেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আলী। আগামী ২৬ এপ্রিল এই কনসার্টের আয়োজন করছে আর্কলাইট ইভেন্টস, অ্যাসেন ও জার্কুনিয়াম।

জাভেদ ছাড়াও তরুণ পাকিস্তানি গায়ক আবদুল হান্নান ও ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদারও গাইবেন
ছবি: আয়োজকদের সৌজন্যে

এক ভিডিও বার্তায় জাভেদ আলী এই কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার বিষয়টি করেছেন। তিন দেশের তিন গায়ককে নিয়ে এই কনসার্ট; এতে ভারতীয় গায়ক জাভেদ ছাড়াও তরুণ পাকিস্তানি গায়ক আবদুল হান্নান ও ঢাকার তরুণ গায়ক ঈশান মজুমদারও গাইবেন।

জাভেদ আলী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসার্ট করছেন। এর আগে কলকাতাসহ ভারতের বিভিন্ন শহরে গান করেছেন তিনি।
দুই দশকের বেশি সময় ধরে গান করছেন জাভেদ আলী। ২০০৭ সালে ‘একদিন তেরি রাহু মে’ গান পরিবেশন করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আলোচিত গান ‘শ্রীভাল্লি’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক। হিন্দির পাশাপাশি বাংলা, কন্নড়, তামিল ও তেলুগু ভাষায় গান করছেন তিনি।

আরও পড়ুন