ইট-কাঠের শহরে ‘ছাদের গান’
বাংলা গান নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্টুডিও সুরুং’। উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ছাদের গান’। প্রথম মৌসুমে প্রকাশ পাচ্ছে চারটা গান। প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে গানগুলো প্রকাশ পাবে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন, বলছেন উদ্যোক্তারা।
‘ছাদের গান’-এর প্রথম মৌসুমে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী আরিফ বাউল, নজরুলসংগীতশিল্পী ও লোক গবেষক শাশ্বতী চক্রবর্তী, সংগীতশিল্পী ও গীতিকার সিকদার বাসুদেব, রবীন্দ্রসংগীতশিল্পী রাজীন মুস্তফা দীপ্র, তৌহিদা চুমকি, আহনাফ বয়াতি, সংগীতশিল্পী শতাব্দী চক্রবর্তীসহ আরও অনেকে। সংগীত আয়োজনে স্টুডিও সুরুং, কম্পোজিশনে সাগর ও সিকদার বাসুদেব। গানগুলোর ভিজ্যুয়াল নির্মাণে রয়েছেন শারমিন খান ও শাহরিয়ার রায়হান।
এবারের আয়োজনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের লোক আঙ্গিকের ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’ গানের সঙ্গে প্রভাতি লোকগান ‘রাই জাগো’র সংমিশ্রণ (ম্যাশআপ)। গানটি গেয়েছেন রাজীন মুস্তফা ও শতাব্দী চক্রবর্তী। সংগৃহীত ঘেটু গান ‘ভাইসাব রে তুই জলে ভাসা সাবান আইনা দিলি না’র সঙ্গে নেত্রকোনার বাউলসাধক পাগলা সত্তারের ‘কে দিল পিরিতের বেড়া’ সংমিশ্রণ করা হয়েছে। গানটি গেয়েছেন সিকদার বাসুদেব ও তৌহিদা চুমকি।
‘ছাদের গানের’ প্রথম সিজনে থাকছে মরমি সাধক শেখ ভানুর একটি গান। ‘দুই নয়নে বহে ধারা’ গানটি গেয়েছেন শাশ্বতী চক্রবর্তী। সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মধ্যকার বৈষম্য নিয়ে এ আয়োজনে গান করেছেন আরিফ বাউল। ‘কাতার সোজা কর’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি।
স্টুডিও সুরুংয়ের প্রধান নির্বাহী সিকদার বাসুদেব প্রথম আলোকে বলেন, ‘যান্ত্রিক ঢাকার ছাদে বসে বসেই আমাদের সংগীতজীবনের পথচলা। ইট–পাথরের নগরীতেও যে আমাদের সংস্কৃতির কথা বলা যায়, আমাদের মহাজনদের গান পৌঁছে দেওয়া যায়; এটা তেমনই একটি প্রচেষ্টা।’