ক্রিকেটার না হয়ে কেন গায়ক হলেন মিফতাহ

সংগীতশিল্পী মিফতাহ জামান
প্রথম আলো

‘শুধু তোমাকে’, ‘দ্বিতীয়া’, ‘আদরের শুকতারা’ অ্যালবামের গানগুলো দিয়ে ধীরে ধীরে শ্রোতামহলে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। এখন গায়ক হিসেবে পরিচিতি পেলেও ক্যারিয়ারে চেয়েছিলেন ক্রিকেটার হবেন। সেই পথে হেঁটেছিলেনও। একসময় হঠাৎ তিনি গানকেই বেছে নেন। কেন ক্রিকেটার না হয়ে গায়ক হলেন, সেটাই জানালেন তিনি।

মিফতাহ জামান। ছবি: ফেসবুক

মিফতাহ বলেন, ‘ক্রিকেট নিয়ে শৈশব থেকে খুবই আগ্রহ ছিল। খেলা নিয়েই অনেক সময় কাটত। তখন ওয়াসিম আকরাম, ইমরান খানদের খেলা দেখে বেড়ে উঠেছি। অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানসহ সেই সময়ে যত দেশের খেলা টেলিভিশনে দেখাত, সেগুলো দেখতাম। দেখে দেখেই খেলার প্রতি ভালোবাসা তৈরি হয়। মনে হতো, আমিও একদিন খেলব, প্যাশন হয়ে দাঁড়িয়েছিল।’

মিফতাহ জামান। ছবি: ফেসবুক

পড়ে তিনি ক্যাডেট কলেজে পড়তে যান। তখনো ক্রিকেট নিয়েই ভাবছিলেন। এর মধ্যেই খেলা নিয়ে নতুন করে উপলব্ধি আসে। তিনি মনে করেন, এটা আসলে তাঁর জায়গা নয়। এ প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘ক্যাডেট কলেজে গিয়ে দেখলাম, আমার চেয়ে অনেক ট্যালেন্টেড ছেলেরা রয়েছে। যারা ক্রিকেট খেলায় অনেক পারদর্শী। তখন মনে হতো, ওদের সঙ্গে প্রতিযোগিতা করা আমার জন্য সম্ভব নয়।’

মিফতাহ জামান
সংগৃহীত

মিফতাহ মনে করেন, যেখানে যাঁর প্রতিভা আছে, সেখানে তাঁর যাওয়া উচিত। যে কারণে তিনি ক্রিকেট খেলতে পছন্দ করলেও আর কখনোই ক্রিকেটার হতে চাননি। তিনি বলেন, ‘আমি যেহেতু গান গাইতে পারতাম, গান নিয়ে থাকতে পছন্দ করতাম। দেখতাম, বন্ধুদের মধ্যে আমি ভালো গান করি। আমার আত্মবিশ্বাস জন্মে। অন্যরাও বলতেন গান নিয়ে থাকতে। পড়াশোনা আর গান নিয়েই থাকতাম। কারণ, আমাকে পরিবার থেকে ক্যারিয়ার পছন্দের স্বাধীনতা দিয়েছিল। মেধা বুঝেই ক্যারিয়ার বেছে নেওয়া উচিত।’