আব্বুর সঙ্গে আমরা তিন ভাই–বোন...
সংগীতশিল্পী আঁখি আলমগীর প্রায়ই ফেসবুকে তাঁর বিভিন্ন অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করে থাকেন। কখনো আবার বরেণ্য অভিনয়শিল্পী বাবার সঙ্গে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের স্থিরচিত্র পোস্ট করেন। তবে আঁখির আরও দুই ভাই-বোনকে বাবার সঙ্গে ফেসবুকে খুব একটা দেখা যায় না। আজ শনিবার বাবার সঙ্গে ভাইয়ের একই রঙের শার্ট পরিহিত ছবি পোস্ট করে আঁখি ক্যাপশনে লিখেছেন, ‘আব্বুর সঙ্গে আমরা তিন ভাই-বোন।’
সংগীতশিল্পী আঁখি আলমগীরের বাবা দেশের আরেক বরেণ্য অভিনেতা আলমগীর। মেয়ের পড়াশোনার ব্যাপারে বাবা কঠোর থাকলেও গানের ব্যাপারে খুব উৎসাহ দিতেন। আলমগীর তাঁর মেয়ে আঁখিকে বলতেন, ‘গান শেখো নিজের জন্য।’ অভিনয়ের মানুষ হলেও আলমগীরের ইচ্ছা ছিল মেয়ে আইনজীবী হবে। কিন্তু তাঁর এই ইচ্ছা আঁখি পূরণ করতে না পারলেও গান গেয়ে হয়েছেন জনপ্রিয়। তিনি আগের এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেন, ‘আব্বু বলতেন, ভালো মানুষ হলে দেখবে সবই শিখতে পারবে।’
আঁখি বলেন, ‘আমি যা কিছু শিখেছি, তা বাবাকে দেখে শিখেছি। আশপাশের কে তাঁর চেয়ে বেশি কাজ করছে, সেটা নিয়ে আব্বু মোটেও ভাবতেন না। নিজের কাজ করে যেতেন। এটা আমি পেয়েছি তাঁর কাছ থেকে। শিখেছি, পছন্দ না হলে পেশাদারি বজায় রেখে কীভাবে কোনো কাজের প্রস্তাব এড়িয়ে যেতে হয়। বাবা সব সময় বলেন, জীবনের সবকিছু নিজেকেই অর্জন করতে হবে। যেটুকু নিজে কষ্ট করে করবে, শুধু সেটাই তোমার।’
আঁখির পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, আঁখি আলমগীর এবং বোন মেহরুবা আহমেদ তুলতুল ও একমাত্র ভাই তাসভীর আহমেদকে। এত দিন আঁখি ছাড়া বাকি দুজন বিনোদন অঙ্গনের অনেকটা আড়ালেই থেকেছেন।
চিত্রনায়ক আলমগীর ও আঁখির ভক্তদের অনেকেই তাদের সঙ্গে পরিচিত নন। আলমগীরের ছোট মেয়ে মেহরুবা আহমেদ তুলতুল একসময় চাকরি করতেন, এখন আর করেন না। বাবা চেয়েছিলেন ছোট মেয়ে তুলতুল আইনজীবী হোক। কারণ, ছোটবেলা থেকে সে খুব যুক্তি দিয়ে কথা বলত। ছেলে তাসভীর আহমেদ পড়াশোনা শেষ করে বাবা আলমগীরের ব্যবসা দেখাশোনা করছেন।
এদিকে আঁখি আলমগীরের পেজে পোস্ট করা এসব স্থিরচিত্র দেখে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘প্রথমবারের মতো জানলাম ও দেখলাম নায়ক আলমগীর সাহেবের আরও দুটি ছেলে মেয়ে ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের দুজন ভাই-বোন আছেন।’ আলমগীরের প্রথম স্ত্রী ছিলেন গীতিকার খোশনূর। এ সংসারেই আঁখি আলমগীর, মেহরুবা ও তাসভীরের জন্ম হয়। খোশনূরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯৯ সালে উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর।