গান নিয়ে বিতর্ক, আইনি নোটিশ পেলেন জনপ্রিয় গায়ক

দিলজিৎ দোসাঞ্জ। আইএমডিবি

ভারতের গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। কিছুদিন আগেই দিল্লিতে তাঁর কনসার্টের টিকিট না পেয়ে গোল বাঁধিয়েছিলেন ভক্তরা। তবে গায়কের গান নিয়ে আপত্তি জানিয়েছে তেলিঙ্গানা রাজ্য সরকার। খবর হিন্দুস্তান টাইমসের
দিল্লির পর এবার হায়দরাবাদের কনসার্টে গাইবেন দিলজিৎ। তবে কনসার্টের আগেই বিপত্তি! তেলিঙ্গানা সরকারের পক্ষ আইনি নোটিশ পেলেন দিলজিৎ। যেখানে কড়া ভাষায় পাঞ্জাবি পপস্টারকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি যেন মদ-মাংসের প্রচার না করেন।

প্রথমে চণ্ডীগড়ের এক অধ্যাপক পণ্ডিতরাও ধরেনাভর দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট নিয়ে অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ, ‘পাঞ্জাবি পপস্টারের লাইভ শোয়ের গান নবীন প্রজন্মকে নেশার দিকে ঠেলে দিতে পারে।’ সেই অভিযোগপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ একটি ভিডিও জুড়ে দিয়েছিলেন পেশায় অধ্যাপক ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, দিলজিৎ তাঁর লাইভ শোয়ে মদ, মাদক এমনকি সহিংসতার প্রচার করেন।

সেই ভিডিওটি গত অক্টোবর মাসের। যেদিন পাঞ্জাবি পপস্টার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করেছিলেন।

‘অমর সিং চামকিলা’ ছবিতে দিলজিৎ দোসাঞ্জ ও পরিণীতি চোপড়া
ছবি: সংগৃহীত

সেই আইনি নোটিশে এ–ও উল্লেখ করা হয়েছে যে ‘শো চলাকালীন দিলজিৎ যেন কোনোভাবেই শিশু বা ১৩ বছরের নিচে বাচ্চাদের মঞ্চ বা মঞ্চের কাছাকাছি নিয়ে না আসেন। কারণ, সেখানে ১২০ ডেসিবেলের বেশি শব্দ এবং লেজার লাইটের রংচঙে আলো—দুটোই ওই বয়সের যেকোনো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খারাপ।’

এদিকে আজ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় হায়দরাবাদে জিএমআর অ্যারেনাতে দিলজিৎ ‘দিল-লুমিনাটি’ কনসার্ট রয়েছে। তবে আইনি নোটিশ নিয়ে গায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

তরুণ প্রজন্মের সংগীতজগতের অন্যতম ‘আইকন’ দিলজিৎ দোসাঞ্জ। দেশ-বিদেশ যেখানেই তিনি অনুষ্ঠান করুন না কেন, ভক্তদের ভিড় লেগেই থাকে। চলতি বছর অভিনয়ের দিক থেকেও দারুণ সময় কাটছে তাঁর। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ইমতিয়াজ আলীর সিনেমা ‘চামকিলা’য় অভিনয় করে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সিনেমাটি তৈরি হয়েছিল আততায়ীর হাতে খুন হওয়া পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার জীবন অবলম্বনে।