জাকির হোসেনকে নিয়ে এই ১৪ তথ্য জানতেন কী

প্রয়াত হয়েছেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। দীর্ঘ ক্যারিয়ারে নানা কীর্তি গড়েছেন, দেশ-বিদেশে পেয়েছেন অনেক পুরস্কার, সম্মাননা। পিংকভিলা, এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক জাকির হোসেন সম্পর্কে ১৪টি তথ্য।

১ / ১৪
বাবা ওস্তাদ আল্লারাখা কুরেশি ছিলেন তবলাবাদক। বাবার পথ ধরে মাত্র ৩ বছর বয়সে তবলা বাজানো শুরু করেন জাকির হোসেন। ইনস্ট্রাগ্রাম থেকে
২ / ১৪
মাত্র ১২ বছর বয়সে প্রথম বিদেশ সফরে যান জাকির হোসেন। ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৪
সংগীতে ক্যারিয়ার গড়লেও জাকির হোসেন পড়াশোনা করেন অর্থনীতিতে
ফাইল ছবি: প্রথম আলো
৪ / ১৪
জাকির হোসেনের আসল পদবি ছিল কুরেশি, তবে তাঁকে হোসেন উপাধি দেওয়া হয়েছিল
ছবি: এক্স
৫ / ১৪
তবলায় নতুন প্রতিভা তুলে আনতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ একজন। দুনিয়াজুড়ে নিয়মিত তবলার কর্মশালা পরিচালনা করতেন। ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৪
জাকির হোসেনের স্ত্রী আনতোনিয়া মিনেকোলা একজন কত্থক নাচিয়ে। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১৪
তাঁর সম্পদের পরিমাণ ১০ লাখ মার্কিন ডলার। এএনআই
৮ / ১৪
বেশ কয়েকটি ইংরেজি ও হিন্দি সিনেমায় অভিনয়ও করেছেন জাকির হোসেন। বলা হয় ‘সাজ’ ছবিতে তিনি আর ডি বর্মনের চরিত্রে অভিনয় করেছেন। আইএমডিবি
৯ / ১৪
সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন জাকির হোসেন। অপর্ণা সেনের ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ তাঁর উল্লেখযোগ্য কাজ। এ ছাড়া বাজিয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা বা বেরনার্দো বের্তোলুচ্চির মতো পরিচালকের ছবির জন্য। ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৪
তিনিই প্রথম ভারতীয় সংগীতজ্ঞ, যাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অল-স্টার গ্লোবাল কনসার্টে যোগ দেওয়ার জন্য হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। এএনআই
১১ / ১৪
চারবার গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন জাকির হোসেন। ইনস্টাগ্রাম থেকে
ANI
১২ / ১৪
তাঁর দুই ভাই তৌফিক কুরেশি ও ফজল কুরেশি শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং তবলাবাদক। এএনআই
১৩ / ১৪
জাকির হোসেনকে নিয়ে লেখা আলোচিত বই ‘জাকির হোসেন: আ লাইফ ইন মিউজিক’। ২০১৮ সালে প্রকাশিত বইটিতে উঠে এসেছে শৈশব থেকে শুরু করে বিশ্বখ্যাত তবলাবাদক হয়ে ওঠার গল্প। ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১৪ / ১৪
বিয়ে, করপোরেট অনুষ্ঠানে কখনো বাজাতেন না জাকির হোসেন। তিনি বিশ্বাস করতেন, সংগীত শোনার আলাদা মেজাজ আছে, সেভাবেই উপভোগ করা উচিত। ইনস্টাগ্রাম থেকে