দুই দিন পর জানা গেল কে-পপ গায়িকার মৃত্যুর খবর
মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন কে-পপ গায়িকা নাহি। জনপ্রিয় এই সংগীতশিল্পী গানও লিখতেন। এনডিটিভি সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর নাহির মৃত্যু হয়েছে। তবে তাঁর পরিবার ও এজেন্সি গায়িকার মৃত্যুর খবর প্রকাশ করল দুই দিন পর।
নাহির মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। আজই তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
মাত্র ২৪ বছর বয়সী এই শিল্পীর মৃত্যুর খবরে শোকে বিহ্বল তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিকে নিয়ে শোক প্রকাশ করেছেন তাঁর ভক্ত-অনুসারীরা।
এ ছাড়া গায়িকার শেষ ইনস্টাগ্রাম পোস্টেও মন্তব্য করছেন অনেকে।
এক ভক্ত লিখেছেন, ‘কী বলব বুঝতে পারছি না। শান্তিতে ঘুমাও।’ আরেকজন ভক্ত লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে অনেক পরে তোমার গান শোনা শুরু করি, কী দারুণ কণ্ঠ। তোমাকে ভালোবাসি, শান্তিতে থাকো।’
কোরীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির স্বাধীন ঘরানার শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন এই নাহি। ২০১৯ ‘ব্লু সিটি’ সিঙ্গেল দিয়ে অভিষেক হয় তাঁর। এরপর নাহি উপহার দেন ‘ব্লু নাইট’, ‘গ্লুমি ডে’র মতো জনপ্রিয় গান।
২০২০ সালে মান হা এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন নাহি। গান লেখা ও গাওয়া চলতে থাকে সমানতালে। ‘এইচ’, ‘রোজ’-এর মতো জনপ্রিয় গানগুলো গেয়েছেন তিনি।