মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার টিম্বারলেক
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্কের হাম্পটন থেকে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হয়। খবর রয়টার্সের
টিম্বারলেকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় পুলিশের সিগন্যাল অমান্য করে ভুল লেনে গাড়ি চালানোর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এরপর তাঁকে জামিন ছাড়া পুলিশি হেফাজত থেকে ছেড়ে দিয়েছে আদালত।
আগামী ২৬ জুলাই ভার্চু৵য়ালি আদালতে হাজির হতে হবে ৪৩ বছর বয়সী এই তারকাকে।
আদালতের নথি থেকে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে এক হোটেল থেকে বেরিয়ে পুলিশের সিগন্যাল অমান্য করে ভুল লেনে গাড়ি চালাচ্ছিলেন টিম্বারলেক। পথিমধ্যে তাঁকে আটকে দেয় পুলিশ।
পুলিশের বরাতে আদালতের নথিতে বলা হয়, টিম্বারলেক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর নিশ্বাস থেকে মদের তীব্র গন্ধ শনাক্ত করেছে পুলিশ। তবে ব্রেথলাইজার টেস্টে অস্বীকৃতি জানান এই গায়ক।
টিম্বারলেকের নিউইয়র্কের ড্রাইভিং লাইসেন্স স্থগিত করা হয়েছে।
এই সপ্তাহের শেষে শিকাগোতে ‘এভরিথিং আই থট ইট ওয়াজ’ ট্যুরের দুটি কনসার্টের কথা রয়েছে। আগামী সপ্তাহে নিউইয়র্কে আরও দুটি শো রয়েছে।