এবি কিচেনের হার্ডডিস্কে থাকা আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান আসছে
ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জীবনযাত্রা শেষ হয়েছে ছয় বছর আগে। মৃত্যুর আগে প্রকাশ করে যাওয়া তাঁর অসংখ্য গানে শ্রোতারা একাত্ম হয়েছেন। আইয়ুব বাচ্চুর ভক্তরা হয়তো ভেবেছিলেন, নতুন আর কোনো গান হয়তো শোনা যাবে না এই কিংবদন্তি ব্যান্ড তারকার কণ্ঠে। অবশেষে সবাইকে অবাক করে নতুন গান প্রকাশের খবর জানালেন আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি জানান, ‘ইনবক্স’ শিরোনামের নতুন একটি গান প্রকাশিত হচ্ছে। সব ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর গানটি প্রকাশিত হবে।
১ ডিসেম্বর ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’। এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ও চ্যানেল আইয়ের উদ্যোগে এই দিনে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। মৃত্যুর ছয় বছর পর গানটি প্রকাশের উপলক্ষ হিসেবে তাই এই দিনকেই বেছে নিয়েছেন পরিবারের সদস্যরা। ব্যান্ড এলআরবির অফিশিয়াল ফেসবুক পেজেও সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়েছে।
এলআরবি সদস্যদের কাছে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনের হার্ডডিস্কে এমন অনেক গান আছে, যেগুলো এখনো অপ্রকাশিত। নন্দিত এই শিল্পী ও সংগীতায়োজক কখনোই কোনো অ্যালবামের জন্য নির্দিষ্টসংখ্যক গান তৈরি করেননি। অনেক গান তৈরির পর, সেখান থেকে বাছাই করা গান নিয়েই সব সময় অ্যালবাম প্রকাশ করতেন। বাকি গানগুলো থেকে যেত এবি কিচেনের হার্ডডিস্কে। সেই সব অপ্রকাশিত গান নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে এবি ফাউন্ডেশন, যার শুরুটা হচ্ছে ‘ইনবক্স’ গানটি প্রকাশের মধ্য দিয়ে।
চন্দনা মজুমদার জানান, ‘ইনবক্স’ গানের কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত পরিচালনা আইয়ুব বাচ্চুর। কোলাহল কমিউনিকেশনের ব্যানারে তৈরি এই গানের ভিডিও বানিয়েছেন তানভীর তারেক।
‘ইনবক্স’ গানটি ১ ডিসেম্বর প্রকাশ করা প্রসঙ্গে এলআরবি সদস্য আবদুল্লাহ আল মাসুদ বলেন, ‘চ্যানেল আই প্রাঙ্গণে এক দশক আগে থেকে অনুষ্ঠিত হয়ে আসছে ব্যান্ড ফেস্ট। পরবর্তী সময়ে দিনটিকে ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে পালন করার ঘোষণাও দেওয়া হয়। তাই দেশীয় ব্যান্ড সংগীতের এই বিশেষ দিনকে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান রিলিজের জন্য বেছে নেওয়া হয়েছে। আমরা অবশ্য বছরের শুরুর দিকে একটা গান প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে তা আর সম্ভব হয়নি। পরে যখন সিদ্ধান্ত নিলাম, তখন এই দিনকেই বেছে নিয়েছি।’
আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চুর আরও অনেক গান অপ্রকাশিত রয়েছে। ধীরে ধীরে আমরা সেসব গান প্রকাশের উদ্যোগ নিয়েছি। দেখা যাক, কবে, কখন গানগুলো প্রকাশ করা যায়।’