কোরীয় প্রেসিডেন্টের অভিসংশন চাইলেন কে পপ তারকারাও
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অভিশংসন চাইলেন কে পপ তারকারা। খবর দ্য কোরিয়া টাইমসের
৩ ডিসেম্বর রাতে হঠাৎ সামরিক আইন জারি করলে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট।
বিষয়টি নিয়ে সমালোচনার মধ্যে প্রেসিডেন্টের অভিশংসনের প্রশ্নে কে পপ তারকারাও সোচ্চার হয়েছেন। কে পপ গায়িকা লে চে ইউন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একজন নাগরিক হিসেবে আমার সিদ্ধান্তটা আমিই নেব। আমি যা বলতে চাই, তা–ই বলব। আমি একজন পাবলিক ফিগার, ফলে আমার কথা বলা উচিত।’
আরেক কে পপ তারকা ইয়ংজে প্রেসিডেন্টের অভিসংশনেরর প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। কে পপ তারকাদের মধ্যে উইয়ং, হেইজু, জিউন সে উনসহ আরও অনেকে প্রেসিডেন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
এর আগে গত শনিবার ‘অপরাধী প্রেসিডেন্টকে সরান ও গ্রেপ্তার করুন’ শীর্ষক এক বিবৃতি দিয়েছে দেশটির ৭৭টি চলচ্চিত্র সংগঠন।
স্বাক্ষরদাতাদের মধ্যে কং ডং উন, কিম গো ইউন, পার্ক ইউন বিনসহ আরও অনেক তারকা রয়েছেন। নির্মাতারা বলছেন, ইউন সুক–ইওলকে বরখাস্ত করে বিশৃঙ্খরা দূর করা দরকার। বিবৃতিতে বলা হয়, ‘আমরা জরুরি ভিত্তিতে তাঁকে বরখাস্ত, অভিসংশন ও গ্রেপ্তারের দাবি করছি।’
সামরিক আইন জারি করে তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।