ঢাকায় জালের কনসার্ট স্থগিতের নেপথ্যে কী, পুলিশ দিল ভিন্ন তথ্য

গত বুধবার রাতে ঢাকায় পৌঁছায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জালইনস্টাগ্রাম থেকে

পাকিস্তানি ব্যান্ড জালসহ ঢাকার তিন ব্যান্ডকে নিয়ে পূর্বঘোষিত কনসার্ট ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ স্থগিত হয়েছে। আজ সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় চার ব্যান্ডের গাওয়ার কথা ছিল।  

তবে শেষ মুহূর্তে কনসার্টটি স্থগিতের ঘোষণা দিয়েছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, ভারী বৃষ্টির কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।

পুলিশ বলছে, নিরাপত্তা ইস্যুতে আউটডোরে আয়োজকের কনসার্টের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রিয়াজুল হক আজ বিকেলে প্রথম আলোকে জানান, আর্মি স্টেডিয়ামে কিংবা কোনো ইনডোর ভেন্যুতে করলে নিরাপত্তার ঝুঁকি কম থাকবে। তবে আউটডোরে ঝুঁকি রয়েছে। বিষয়টি সপ্তাহখানেক আগেই জানানো হয়েছিল।

তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমরা এই কনসার্টের অনুমতি দিইনি। আয়োজকদের প্রথমেই বলেছি, এমন পরিস্থিতিতে নিরাপত্তা ইস্যুতে আমরা কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছি না। আপনারা যদি আর্মি স্টেডিয়ামে বা ইনডোর অন্য কোনো ভেন্যুতে করতে চান, তাহলে ঝুঁকি কিছুটা কমে যায়। আমরা তাহলে বাকি সাপোর্ট দিতে পারব। কিন্তু এমন ওপেন প্লেসে আমরা এই পরিস্থিতিতে অনুমতি দিতে পারি না। আমরা এক সপ্তাহ আগেই তাদের এই বিষয়ে সব বলে দিয়েছি। কিন্তু আমাদের অনুমতি না নিয়ে ভেন্যুতে গিয়ে প্রস্তুতি আরম্ভ করেন, যা দুঃখজনক।’

কনসার্টের আগে আজ বৃহস্পতিবার আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের
কোলাজ

বিষয়টি অবহিত করা হলে আয়োজকেরা জানান, অনুমতি নয়, বৃষ্টির জন্যই স্থগিত করা হয়েছে কনসার্ট। অন্যতম আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের সিইও আনন্দ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমাদের যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, এসবি ক্লিয়ারেন্স আছে, সেখানে ডিএমপির অনুমতি প্রধান ইস্যু নয়। আসলে বৃষ্টির কারণেই আমরা স্থগিত করেছি। গত তিন দিনের টানা বৃষ্টিতে ভেন্যুর অনেক ক্ষতি হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু সবশেষ এই স্থগিত করতে হচ্ছে। আমরা আজ সন্ধ্যায় প্রেস কনফারেন্সে নতুন তারিখ ও ভেন্যু ঘোষণা করব।’

আনন্দ চৌধুরী আরও বলেন, ‘দেখুন, এখানে অনুমতির কোন বিষয় যদি ব্যত্যয় হতো, তাহলে “জাল” ব্যান্ড ভিসা পেল কীভাবে? আর ইতিমধ্যে তারা ঢাকায় অবস্থান করছে। আমরা প্রতিটা জায়গা থেকেই অনুমতি নিয়েছি। প্রতিটা জায়গাতে আমরা প্রসিডিওর মেইনটেইন করেছি।’

এই কনসার্টে গাইতে গত বুধবার রাতে ঢাকায় পৌঁছায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার তিন ব্যান্ড ‘অর্থহীন’, ‘ভাইকিংস’ ও ‘কনক্লুশন’-এরও।
যৌথভাবে ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট আয়োজন করেছে অ্যাসেন, জির্কোনিয়াম, ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

আরও পড়ুন