সুইফটের কনসার্টে প্রেমিকও ছিলেন
মঞ্চে তখন ‘সো হাইস্কুল’ গাইছিলেন পপ তারকা টেলর সুইফট। ভিআইপি টেন্ট থেকে গানটি উপভোগ করছিলেন তাঁর প্রেমিক ট্রাভিস কেলসি। প্রেমিকার গানের তালে নাচতেও দেখা গেছে তাঁকে। আরেকটি ভিডিওতে মঞ্চের কাছাকাছি দেখা গেছে এই ফুটবলারকে।
গত শুক্রবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইরাস ট্যুরের প্রথম কনসার্টে রীতিমতো আলোড়ন তুলেছেন ‘ফোর্টনাইট’ তারকা সুইফট। তাঁকে শুনতে হুমড়ি খেয়ে পড়েছিলেন দর্শকেরা; স্টেডিয়ামে ৯০ হাজারের মতো দর্শক ছিল।
গত বছরের শেষ ভাগে কানসাস সিটি চিফস ক্লাবের খেলোয়াড় ট্রাভিস কেলসির সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে এনেছেন সুইফট। এর পর থেকেই একে অপরের ছায়া হয়ে পাশে রয়েছেন এই জুটি।
প্রেমিকাকে শুনতে ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ট্রাভিস কেলসি। কনসার্টের মঞ্চের পেছনে প্রেমিকের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন সুইফট। এরপর মঞ্চের সামনে দর্শকসারিতে দেখা গেছে ট্রাভিসকে।
এবারই প্রথম নয়, এর আগে সুইফটের প্যারিস, আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি শোতে হাজির হয়েছিলেন ট্রাভিস।
শুনলেন প্রিন্স উইলিয়ামও
নিজের জন্মদিন উদ্যাপনে এদিন সুইফটকে শুনতে এসেছিলেন প্রিন্স উইলিয়াম। শুধু শোনেননি; নাচতেও দেখা গেছে তাঁকে। কনসার্টের ভিআইপি স্ট্যান্ডে দাঁড়ানো উইলিয়ামের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে মঞ্চের পেছনে গিয়ে সুইফটের সঙ্গে সাক্ষাৎ করেছেন উইলিয়াম। সুইফটের সেলফিতে পুত্র ও কন্যাদের সঙ্গে উইলিয়ামকে পাওয়া গেছে। সেলফিতে চারজনকেই হাস্যোজ্জ্বল দেখা গেছে।
ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে প্রিন্স উইলিয়াম লিখেছেন, ‘আমাদের চমৎকার এক সন্ধ্যা উপহার দেওয়ার জন্য টেলর সুইফটকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রিন্স উইলিয়ামের সঙ্গে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৩৪ বছর বয়সী পপ তারকা সুইফট।
ইরাস ট্যুরে লন্ডনে সুইফটের আটটি শো রয়েছে। শুক্রবার শো শুরুর পর শনি ও রোববারও একই স্টেডিয়ামে শো করেছেন তিনি। বাকি পাঁচটি শো আগস্টে রয়েছে।
শনিবার দ্বিতীয় শোতেও দর্শকের উপচে পড়া ভিড় ছিল। হলিউড তারকা টম ক্রুজ, বার্বি নির্মাতা গ্রেটা গারউইগ, অভিনেতা অ্যাস্টন কুচার, অভিনেত্রী মিলা কুনিসসহ অনেক তারকাকে দেখা গেছে। গানে গানে সবাইকে নাচিয়ে ছেড়েছেন সুইফট।
গতকাল রোববার তৃতীয় কনসার্টে মঞ্চে উঠেছিলেন তিনি। এর আগে এডিনবরা, লিভারপুল ও কার্ডিফে শো করেছেন তিনি।
গত বছরের ১৭ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে নিজের ষষ্ঠ কনসার্ট ট্যুর (ইরাস ট্যুর) শুরু করেন এই তারকা। এরই মধ্যে ইরাস ট্যুর একটার পর একটা রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছে। ট্যুরটি শেষ হবে ২০২৪ সালের ৮ ডিসেম্বর, কানাডার ভ্যাঙ্কুভারে। তার অনেক আগেই এটি কোনো নারী শিল্পীর সবচেয়ে বেশি আয় করা কনসার্ট ট্যুরে পরিণত হয়েছে।
১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম টেলর সুইফটের। কিশোরী বয়সে গিটার বাজিয়ে গান গাইতেন তিনি, বাবার চাকরিসূত্রে পরে পেনসিলভানিয়া থেকে চলে যান কান্ট্রি মিউজিকের রাজধানী বলে খ্যাত ন্যাশভিলে, শিল্পী হয়ে ওঠার পথ খুলে যায় সুইফটের সামনে। ২০০৬ সালে মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম টেলর সুইফট।
গত ১৯ এপ্রিল সুইফটের একাদশ অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট প্রকাশিত হয়েছে।