কোটা সংস্কার নিয়ে বললেন শিরোনামহীনের জিয়া

জিয়াউর রহমান জিয়া। শিল্পীর ফেসবুক থেকে

কোটা সংস্কারের দাবিতে রাজপথ উত্তাল। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রভাব। কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাচ্ছেন দেশের তারকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরাও। এবার সে তালিকায় যুক্ত হলেন শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন জিয়া। জিয়াউর রহমান লিখেছেন, ‘কোটাব্যবস্থা মানেই এক্সট্রা বেনিফিট দেওয়ার রাস্তা। মেধার বাইরেও আলাদা করে বিশেষ ক্ষেত্র অফার, যাতে বঞ্চিত গোষ্ঠী সুবিধা পায় কিংবা অসাধারণ বিশেষ অবদানের জন্য, নিজের চূড়ান্ত স্যাক্রিফাইসের জন্য, পরিবার বেনিফিটেড হয়।’

জিয়া আরও লিখেছেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরও এই এক্সারসাইজটা করার যুক্তিসংগত কোনো কারণ নেই।

জিয়াউর রহমান জিয়া। শিল্পীর ফেসবুক থেকে

মুক্তিযোদ্ধাদের ত্যাগের কারণেই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বেঁচে আছি এতে কোনো সন্দেহ নেই। কিন্তু লক্ষ করুন, নিশ্চয়ই মুক্তিযোদ্ধা বা ওনাদের নিকটাত্মীয় তরুণ নয়।

বঞ্চিত গোষ্ঠীর বিবেচনাতেও একই রকম ইকোয়েশন আছে। তার মানে, কোটাব্যবস্থা একটা প্রবল মিসইউজের রাস্তা তৈরি করা ছাড়া এখন আর কোনো ভূমিকা রাখছে না। মাঝখান থেকে মেধাবী, যোগ্য তরুণ হারাচ্ছে তার সুযোগ। হতাশা নিয়ে পাড়ি দিতে হচ্ছে তার দৈনন্দিন জীবন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে কোটা প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন জিয়া। ফেসবুক থেকে

জিয়া নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আরও লিখেছেন, ‘কোটাব্যবস্থা থেকে তরুণসমাজকে মুক্ত করা হোক।

আরও পড়ুন

মেধা ও যোগ্যতা স্বীকৃতি পাক। এটি অনস্বীকার্য যে আমাদের দেশে সঠিক জায়গায় যোগ্য মানুষের অভাব আছে। বঞ্চিতকে বেনিফিট দিতে গিয়ে যোগ্য কাউকে বঞ্চিত করা কোনো সুফল নিয়ে আসে না।’