অর্ণবের উৎসাহেই ‘দিন গেল’ গানটি অ্যালবামে রেখেছিলেন হাবিব

হাবিব ওয়াহিদ। শিল্পীর ফেসবুক থেকে

কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়ে নিজেকে জানান দেন হাবিব ওয়াহিদ। পরের বছর প্রকাশ করেন মায়া নামের আরেকটি অ্যালবাম। মিক্সড এ অ্যালবামের গানগুলোও শ্রোতাপ্রিয় হয়। দুই অ্যালবামে গান করে জনপ্রিয়তা পান কায়া, হেলাল, জুলি, কণিকা ও নির্ঝর। এ দুই অ্যালবামের নেপথ্যে কাজ করলেও হাবিবকে পাওয়া যায়নি গায়ক হিসেবে।

গায়ক হিসেবে হাবিবের আত্মপ্রকাশ ‘ময়না গো’ অ্যালবামে দিয়ে। অ্যালবামটির ‘দিন গেল’ গান মুক্তির পরই আলোচিত হয়। গানটি হাবিবকে গায়ক হিসেবে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।

হাবিব ওয়াহিদ
ছবি: ফেসবুক থেকে নেওয়া

তবে এ অ্যালবামেও নিজের গান রাখার পরিকল্পনা ছিল না তাঁর। সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের উৎসাহেই পরিকল্পনার বাইরে গিয়ে গানটি অ্যালবামে রাখেন। গানটির অজানা কথা প্রথম আলোর সঙ্গে শেয়ার করেছেন হাবিব।
ময়না গো অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্ব দেওয়া হয় অর্ণবকে।

অর্ণব আগে ‘কৃষ্ণ’ গানের মিউজিক ভিডিও বানিয়ে তত দিনে প্রশংসা কুড়িয়েছেন। হাবিবের স্টুডিওতে অ্যালবামের সব কটি গান শোনানো শেষ হলে ‘দিন গেল’ শোনান হাবিব। জানান, সদ্যই গানটি শেষ করেছেন।

ময়না গো অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্ব দেওয়া হয় অর্ণবকে

গানটি অনেক পছন্দ হয় অর্ণবের। তিনি গানটি অ্যালবামে যুক্ত করার পরামর্শ দেন। তবে হাবিব দোটানায় ছিলেন; পরে গানটি অ্যালবামে যুক্ত হয়। বাকিটা ইতিহাস। গানটির জনপ্রিয়তায় অ্যালবামটি দারুণ ব্যবসা করেছিল। সেদিনের স্মৃতি হাতড়ে হাবিব বলেন, ‘অর্ণবের সঙ্গে অ্যালবামের মিউজিক ভিডিওর প্ল্যান করতে বসি। এমনিতেই “দিন গেল” গানটি ওকে শোনাই। তো এটা শুনে অর্ণব বলে, “কেন তুমি এই গান অ্যালবামে রাখবে না।” আসলে ওর কথাতেই এ গান অ্যালবামে যুক্ত হয়। অ্যালবাম বাজারে আসার পরে দেখলাম, বাহ্‌, সবাই বেশ পছন্দ করেছেন।’ ‘দিন গেল’ গানটি লিখেছিলেন সাকী আহমদ।

সুর–সংগীতায়োজনের সঙ্গে হাবিবের একক গানেও মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্ম। ‘ডুব’, ‘নিশিকাব্য’, ‘মন মুনিয়া’, ‘পৃথিবীর যত সুখ’, ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে’, ‘দিন গেল তোমার পথ চাহিয়া’, ‘স্বপ্নের চেয়ে মধুর’, ‘জাদু’, ‘প্রজাপতি’, ‘এখনই নামবে বৃষ্টি’, ‘রাত নির্ঘুম’, ‘চন্দ্রগ্রহণ’, ‘তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব’, ‘ভালোবাসব বাসব রে’সহ অনেক গান জনপ্রিয়তা পেয়েছে হাবিব ওয়াহিদের কণ্ঠে। এর বাইরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও হাবিব মুনশিয়ানা দেখিয়েছেন।

সর্বশেষ গত মাসে হাবিব প্রকাশ করেছেন ‘ঘোর কেটে যায়’ শিরোনামে নতুন গান, যেখানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী আতিয়া আনিসা। ঈদেও নতুন গান আনছেন এই গায়ক।

আরও পড়ুন