‘মিউজিক@ডেস্ক’-এ রফিকুল আলম
কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’। এই আয়োজনে গাইতে গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন রফিকুল আলম। ধারণ করা সেই পর্ব আজ রাত আটটা থেকে প্রথম আলো অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে দেখা যাবে।
এদিন শুরুতেই আশির দশকের জনপ্রিয় গান ‘বৈশাখী মেঘের কাছে’ শোনান রফিকুল আলম। ‘এক হৃদয়হীনার কাছে’, ‘আশা ছিল মনে মনে’র মতো জনপ্রিয় গান শোনান শিল্পী। ফাঁকে ফাঁকে বলেন গানগুলো নিয়ে গল্প।
এ আয়োজনে রফিকুল আলমের গাওয়া বেশির ভাগ গানই আশি ও নব্বইয়ের দশকের আধুনিক বা ছায়াছবির গান। কালজয়ী এসব গান শুনতে শুনতে কেউ ফেলে আসা তারুণ্যে, কেউবা কৈশোরে ফিরেছেন। একপর্যায়ে অনুরাগীর অনুরোধে শিল্পী ধরেন ‘আশা ছিল মনে মনে’।
জহির রায়হান তাঁর হাজার বছর ধরে উপন্যাসে গীতিকবিতার মতো চারটি লাইন লিখেছিলেন, ‘আশা ছিল মনে মনে’।
তার সঙ্গে আরও কিছু লাইন জুড়ে দেন নুরুজ্জামান শেখ। শাহনেওয়াজের সুরে বিটিভির একটি নাটকে গানটি গেয়েছিলেন এই সংগীতশিল্পী। এরপর গেয়ে শোনান ‘তুমি আমার মনের মানুষ’, ‘এক নদীরই উজান-ভাটি, আমরা দুটি ধারা’। কবি শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’ কবিতা থেকে সত্য সাহার সুরারোপিত গানটি গেয়ে পরিবেশনার ইতি টানেন রফিকুল আলম।
পুরো আয়োজনে বাদ্যযন্ত্রী হিসেবে রফিকুল আলমের সঙ্গে ছিলেন সজীব (কি–বোর্ড), দীপন (গিটার) ও বিশু (তবলা)।
কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন মিউজিক@ডেস্ক। মাসে একবার এ আয়োজন করে আসছে প্রথম আলো। এখন পর্যন্ত এ আসরে গান শুনিয়ে গেছেন অদিতি মহসিন, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য, ফারজানা ওয়াহিদ সায়ান, নবনীতা চৌধুরী ও ঋতুরাজ বৈদ্য।