‘গীতি আলাপন’–এ শিল্পীদের সঙ্গে গাইবেন গীতিকার-সুরকারেরা

‘গীতি আলাপন’–এ আদনান বাবু ও আবিদা সুলতানাছবি : আদনান বাবুর সৌজন্যে

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি হয়েছে বিশেষ গানের অনুষ্ঠান। ব্যতিক্রমী এই গানের অনুষ্ঠানে গীতিকার-সুরকারেরা গাইবেন দ্বৈতকণ্ঠে গান। এসব গানে তাঁদের সহশিল্পী থাকবেন প্রতিষ্ঠিত শিল্পীরা। ঈদের বিশেষ ‘গীতি আলাপন’ শিরোনামের এ অনুষ্ঠানের পরিকল্পনা, নির্দেশনা ও সংগীত পরিচালনা করেছেন আদনান বাবু।

‘গীতি আলাপন’–এ আদনান বাবু, মিল্টন খন্দকার ও আলম আরা মিনু
ছবি : আদনান বাবুর সৌজন্যে

আদনান বাবু আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘যেহেতু ঈদের অনুষ্ঠান, তাই ভেবেছি ভিন্ন রকম কিছু একটা করার। যখনই এই অনুষ্ঠানের পরিকল্পনা করি, তখনই গীতিকার ও সুরকারদের ভিন্ন রকম উপস্থাপনের কথা মাথায় ছিল। তাই গীতিকার-সুরকারদের সঙ্গে শিল্পীদের দ্বৈতকণ্ঠের গানের পরিকল্পনা করি। আমার কাছে এ–ও মনে হয়েছে, গীতিকার-সুরকারেরাও বেশ ভালো গায়। শিল্পীরাও আমার এই পরিকল্পনার প্রশংসা করেন। তারপর গান তৈরির কাজ শুরু হয়। আমার কাছে মনে হয়েছে, একটি চমৎকার অনুষ্ঠান তৈরি হয়েছে। ঈদ উৎসবে সবার জন্য বেশ উপভোগ্য হবে।’

‘গীতি আলাপন’–এ পথিক নবী, আদনান বাবু, বিউটি ও আবু হেনা রনি
ছবি : আদনান বাবুর সৌজন্যে

আদনান বাবু জানালেন, দ্বৈতকণ্ঠের এসব গানে গীতিকার-সুরকারদের মধ্যে মিল্টন খন্দকারের সঙ্গে আলম আরা মিনু, কাজী ফারুক বাবুলের সঙ্গে রিজিয়া পারভীন, মনোয়ার হোসেন টুটুলের সঙ্গে রুমানা ইসলাম এবং মান্নান মোহাম্মদের সঙ্গে পুতুল কণ্ঠ দিয়েছেন। এ ছাড়া দ্বৈতকণ্ঠে আরও গেয়েছেন পথিক নবী-বিউটি এবং শফিক তুহিন–হৈমন্তী রক্ষিত। এই অনুষ্ঠানে গান গেয়েছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে আবিদা সুলতানা ও আদনান বাবুর কণ্ঠে ‘পুরস্কার’ ছবির ‘হারজিত চিরদিন থাকবে’ গানটি।

গীতি আলাপন অনুষ্ঠানের উপস্থাপনায় আছেন অভিনয়শিল্পী লারা লোটাস। ঈদের দ্বিতীয় দিন বিকেল ৪টা ৪৫ মিনিটে বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে এই অনুষ্ঠান।