কনসার্টের মঞ্চে গিটার ভাঙার নেপথ্যে

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে গিটার ভাঙতে দেখা গেছে আরবোভাইরাসের সুহার্তো শেরিফকেছবি: ফেসবুক

হলভর্তি দর্শকের সামনে গিটার ভেঙে খানখান করছেন গিটারিস্ট—বিশ্বের খ্যাতনামা রক ব্যান্ডের ভক্তদের কাছে দৃশ্যটি চিরচেনা হলেও দেশের কনসার্টে এমন দৃশ্যের খুব একটা দেখা মেলে না।
গত শুক্রবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘রক অ্যান্ড রিদম ৩.০; ট্রিবিউট ফিয়েস্তা’ কনসার্টে গিটার ভেঙে আলোচনায় এসেছে আরবোভাইরাস ব্যান্ড। প্রায় আট হাজার শ্রোতা সামনে রেখে আধা ঘণ্টার পরিবেশনা ছিল ব্যান্ডটির। পরিবেশনার শেষ ভাগে মঞ্চে গিটারিস্ট সুহার্তো শেরিফকে একটি গিটার ভাঙতে দেখা যায়—ফেসবুকের কল্যাণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সুহার্তো শেরিফ তাঁর গিটার ভেঙে টুকরো টুকরো করছেন। ব্যান্ডের বাকি সদস্যেরাও অন্যান্য বাদ্যযন্ত্র ভাঙছেন। তাঁকে ঘিরে রেখেছেন উৎসাহী দর্শকেরা, দর্শকের অনেকে দৃশ্যটি মুঠোফোনে ধারণ করতে মঞ্চে উঠে পড়েন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে প্রশ্ন করছেন, সেদিন কী ঘটেছিল? সুহার্তো গিটার ভাঙছেন কেন?
ভিডিওটি নিয়ে আলোচনার মধ্যে সুহার্তো শেরিফের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। আজ রোববার সন্ধ্যায় তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, এটি একটি স্টেজ অ্যাক্ট, পরিবেশনার অংশ হিসেবে গিটারটি ভেঙেছেন তিনি।

দেশের রক ব্যান্ডের পরিবেশনায় গিটার ভাঙার নজির খুব বেশি নেই। ফলে গিটার ভাঙার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অনেকে খটকা লাগার কথা বলেছেন। আবার অনেকের কাছে দৃশ্যটি চেনা। বিশেষ করে যাঁরা বাইরের রক ব্যান্ডের কনসার্টগুলো নিয়মিত দেখেন, তাঁদের কাছে এটি অনেকটা গা–সওয়া ব্যাপারে পরিণত হয়েছে।
গানস অ্যান্ড রোজেসের গিটারিস্ট স্ল্যাশ, কিংবদন্তি গিটারিস্ট জিমি হেন্ডরিক্স, নির্ভানা ব্যান্ডের কার্ট কোবেইনকে মাঝেমধ্যে মঞ্চে গিটার ভাঙতে দেখা গেছে।
বিশ্বখ্যাত গিটারিস্টদের গিটার ভাঙার দৃশ্য দেখে অনুপ্রেরণা পেয়েছেন সুহার্তো শেরিফ। বিষয়টি আরও খোলাসা করে সুহার্তো বললেন, ‘যাঁরা টিকিট কেটে কনসার্টে এসেছিলেন, সেটি (গিটার ভাঙার পরিবেশনা) শুধু তাঁদের জন্যই ছিল। কনসার্টে সবাই সেটিকে আপ্রিশিয়েট করেছেন, ভিডিও করেছেন। আমরা লিনকিন পার্ককে ট্রিবিউট দিচ্ছিলাম। পুরো বিষয়টি শোয়ের একটি অংশ। এটি বিশ্বজুড়ে করা হয়।’

ব্যান্ডের সদস্যরা
ছবি: আরবোভাইরাস

সুহার্তোর ভাষ্যে, ‘মঞ্চে আমাদের ৩০ মিনিটের একটি প্রোডাকশন ছিল। এটি (গিটার ভাঙা) তারই অংশ। এটি ভেন্যুর দর্শকের জন্য একটি এক্সপেরিয়েন্স। এটা নিয়ে বাইরের যাঁরা কথা বলছেন, তাঁদের কথার কোনো মূল্য নেই। তাঁরা কেন কথা বলছেন, বুঝলাম না।’
আরবোভাইরাসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন সুহার্তো। দুই দশক ধরে ব্যান্ডটির সঙ্গে জড়িয়ে আছেন সুহার্তো। এবারই প্রথম নয়, এর আগেও কনসার্টে গিটার ভেঙেছেন তিনি। ২০১৪ সালে রক নেশন কনসার্টে প্রথমবার গিটার ভাঙতে দেখা গেছে সুহার্তোকে। তার প্রায় আট বছর পর কোনো কনসার্টে দ্বিতীয়বারের মতো গিটার ভাঙতে দেখা গেল তাঁকে। মাঝে ‘ভেঙে ফেলো’ গানের ভিডিওচিত্রে গিটার ভাঙতে দেখা গেছে আরবোভাইরাসের সদস্যদের।
আরবোভাইরাসের বাইরে আর কোনো ব্যান্ড কনসার্টে গিটার ভেঙেছে কি না, তা জানা যায়নি। অনেকে দাবি করছেন, প্রতিবাদের অংশ হিসেবে গিটার ভাঙেন গিটারিস্টরা। তবে তা মানতে নারাজ সুহার্তো, এমনটি তিনি শোনেননি।

আরও পড়ুন