তানজীব–অবন্তীর ‘গা ছুঁয়ে বলো’, ‘সুড়ঙ্গ’র টাইটেল গান

গান লেখা, সুর করা ও গাওয়ার বয়স প্রায় এক যুগ। কিন্তু সিনেমায় তানজীব সারোয়ারের অভিষেক হচ্ছে এখন। আগামী ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। ছবির টাইটেল গানটির কথা, সুর ও কণ্ঠ তানজীবের। দ্বৈত গানটি তানজীবের সঙ্গে গেয়েছেন অবন্তী সিঁথি। ‘গা ছুঁয়ে বলো’ শিরোনামের এই গানের সংগীত করেছেন সাজিদ সরকার।

অবন্তী সিঁথি
ছবি: প্রথম আলো

সিনেমায় তাঁর প্রথম গাওয়া গান নিয়ে দারুণ রোমাঞ্চিত তানজীব। বলেন, ‘আমার জন্য এ গানটি দারুণ অভিজ্ঞতা। কারণ, এটি আমার প্রথম সিনেমায় লেখা, সুর করা ও কণ্ঠ দেওয়া। সিনেমার গানে শ্রোতাদের বাড়তি আগ্রহ থাকে। চারপাশে গান নিয়ে আলোচনা থাকে। নিজের লেখা, সুর করা ও গাওয়া প্রথম গান সিনেমা হলে বসে দর্শকের সঙ্গে প্রথম শুনব, এ এক অন্য রকমের ভালো লাগা হতে পারে আমার জন্য।’

তানজীব সারোয়ার
সংগৃহীত

এই সংগীতশিল্পী মনে করেন, এই গান তাঁর সংগীতজীবনে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘প্রথম এমন একটি ছবিতেই গান করলাম, আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটি পরিচালনা করেছেন রায়হান রাফী। নিশো ভাইয়ের প্রথম সিনেমা এটি। তিনি আমার এই গানে ঠোঁট মিলিয়েছেন। এমনই একটি বড় আয়োজনের সিনেমায়, বড় তারকাদের সিনেমায় গাওয়ার অপেক্ষায় ছিলাম।’

তানজীবের ভাষ্য, ‘নিশো ভাইয়ের অভিনীত নাটকে অনেক গান করেছি, কিছু গান আলোচিতও হয়েছে। এবার নিশো ভাইয়ের প্রথম সিনেমায় আমারও প্রথম গান। গানটি নিয়ে আলোচনা তৈরি হবে কি না, জানি না। তবে এই গান আমার জন্য বড় প্রাপ্তি।’

গায়িকা অবন্তী সিঁথি
ছবি: সংগৃহীত

কীভাবে সুযোগ হলো এই সিনেমার গানে, জানতে চাইলে তানজীব জানান, একদিন হঠাৎ রায়হান রাফী তাঁর সঙ্গে যোগাযোগ করে ফোক ধাঁচের রোমান্টিক গান করার কথা বলেন। এরপর পিয়ানোতে তুলে পরিচালককে গানটির ডেমো পাঠিয়ে দেন তিনি। শুনেই পরিচালকের পছন্দ হয়ে যায় গানটি। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক হলে সাজিদের স্টুডিওতে বসে গানটি করা শুরু করি। ওই স্টুডিওতে বসেই গানের মাঝের অন্তরাগুলো জাস্ট ১০ মিনিটে লিখে সুর করেছি। পাহাড়, নদী—ছবির এমন সব দৃশ্য দেখে অন্তরা লিখেছি। সব চেয়ে বড় বিষয় হলো “গা ছুঁয়ে বলো”–এ কথাগুলো আমাদের সবার জীবনেরই কমন কথা। এ কারণে ছবির পুরো টিমেরই পছন্দ হয়েছে গানটি।’

এত দিন সিনেমায় গান করেননি কেন, এমন প্রশ্নে তানজীব বলেন, ‘ইচ্ছা করলে অনেক ছবিতেই গান করতে পারতাম। কিন্তু সেভাবে পছন্দের কাজ আসেনি, মনের মতো পাইনি। এমন একটি বড় আয়োজনের, বড় তারকার ছবির জন্যই অপেক্ষা করছিলাম, যেটি আমি এত দিন পরে পেলাম।’