হঠাৎ ব্যাংককে কেন বেজবাবা সুমন

বেজবাবা সুমন
ছবি: প্রথম আলো

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অর্থহীন ব্যান্ড দলের প্রধান সাইদুস সালেহীন সুমন। তিনি ‘বেজবাবা সুমন’ নামেই শ্রোতাদের কাছে পরিচিত। গত বছর থেকে ফিরেছেন গানে। এর মধ্যেই কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল; এই গায়ক আবার অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা নিতে গিয়েছেন। এই নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা। আজ এই গায়ক নিজেই ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন কেন তিনি দেশের বাইরে।

বেজ বাবা সুমন
ছবি: প্রথম আলো

বেজবাবা সুমন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অনেকের কিছু কনফিউশন দূর করার জন্য এই পোস্টটি করছি। আমি কয়েক সপ্তাহ ধরে দেশের বাইরে আছি। এটা চিকিৎসার কারণে। চিকিৎসা শেষে হলেই দেশে ফিরব। খুব সম্ভবত এই মাসের শেষের দিকে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা নির্ভর করছে আমার শারীরিক অবস্থার ওপর। সবাই ভালো থাকবেন।’ জানা যায়, গত মাসের শেষের দিকে এই গায়ক ব্যাংককে গিয়েছেন।

সুমনের লেখা ও সুর করা গানটির শিরোনাম ‘বয়স হলো আমার’ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

গত বছর থেকে বেজবাবা সুমনের শারীরিক অবস্থা অনেকটাই ভালো। তিনি নিয়মিত গানেও ফিরেছেন। বের করেছেন একক গান ও অ্যালবাম। সুস্থ থাকলেও শারীরিক অবস্থা কেমন আছে, সেটা জানার জন্য শারীরিক চেকআপে থাকতে হয়। তিনি শুরু থেকেই ব্যাংককে চিকিৎসা নিচ্ছেন। অক্টোবর শেষের দিকে তিনি ব্যাংককে গিয়েছেন। ফলোআপ শেষে দেশে ফিরেই তিনি আবার গান নিয়ে ব্যস্ত হবেন।

বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকেরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠছিলেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। পরে তাঁকে আবার চিকিৎসা নিতে হয়। চিকিৎসার জন্য ব্যাংককে যাওয়া–আসার মধ্যে থাকতে হতো।

গত ডিসেম্বরে প্রকাশ পায় ‘ফিনিক্সের ডায়েরি’
ছবি: ফেসবুক

ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন। ফেরার কয়েক দিনের মাথায়ই সুখবর দেন। তিন বছর পর তিনি নতুন সলো গান নিয়ে আসেন। নিজের লেখা ও সুর করা গানটির শিরোনাম ‘বয়স হলো আমার’। অসুস্থ থাকার দিনগুলোর নানা অভিজ্ঞতা গানটিতে তুলে ধরা হয়েছিল। প্রায় ১০ বছর পর প্রকাশিত একক এ গানের জন্য সুমন ভক্তদের কাছ থেকে বিপুল সাড়া পান। পরে তিনি গান নিয়ে ব্যস্ত হয়ে যান। কনসার্টেও তাঁকে দেখা গেছে।