ষষ্ঠ সন্তানের বাবা হলেন ৬৩ বছর বয়সী গায়ক
ষষ্ঠ সন্তানের বাবা হলেন মালয়েশিয়ার পপ গায়ক জামাল আবদিল্লাহ। গত শুক্রবার কুয়ালালামপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। খবর হারিয়ানা মেট্রোর
৬৩ বছর বয়সী জামাল আবদিল্লাহ জানান, চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও স্ত্রী—দুজনই সুস্থ আছেন। বাচ্চার ওজন ২ দশমিক ৯৪ কিলোগ্রাম।
জামাল আবদিল্লাহ বলেন, ‘পবিত্র রমজান মাসে আমাদের মেয়ের জন্ম হয়েছে। পরিবারে নতুন সদস্যের উপস্থিতিতে আমাদের ঈদটা আরও আনন্দে কাটবে।’
কন্যার নাম রাখা হয়েছে রাহিল লরা সালসাবিল ইয়ামানি। জামাল আবদিল্লাহ ও তাঁর ২৭ বয়সী স্ত্রী ইজ্জাতির সংসারে এটি চতুর্থ সন্তান। ২০১৭ সালের ১ এপ্রিল বিয়ে করেন জামাল ও ইজ্জাতি। তাঁদের বাকি তিন সন্তানের বয়স ৩, ২ ও ১।
এর আগেও তিনবার বিয়ে করেছেন জামাল। তিন স্ত্রীর সঙ্গেই বিচ্ছেদ ঘটেছে তাঁর। আগের সংসারে জামালের দুই পুত্রসন্তান রয়েছে। তাঁদের মধ্যে ওসামা ইয়ামানির বয়স ২১ বছর ও হামদান জাকি ইয়ামানির বয়স ১৭ বছর। বাবার পথ ধরে দুই ছেলেই গায়ক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
পাঁচ দশক ধরে গান করছেন জামাল আবদিল্লাহ। মালয়েশিয়ার শীর্ষ পপ গায়কদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাঁকে। মালয়েশিয়ার বাইরে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত গান করেন জামাল।
গান গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা ও ড্রামাতেও অভিনয় করেছেন জামাল আবদিল্লাহ।