আশা ভোসলেকে পা ধুয়ে সম্মান জানালেন সোনু নিগম
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। দীর্ঘ গানের ক্যারিয়ারে উপহার দিয়েছেন কালজয়ী সব গান। ভারতীয় সংগীত ইন্ডাস্ট্রির একজন গুরু তিনি। সেই গুরুজনকে সম্মান দেখালেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। গায়িকাকে সম্মান দেওয়া সেই মুহূর্তের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, আশা ভোসলে চেয়ারে বসে আছেন। তাঁর সামনে মেঝেতে বসে পড়েন গায়ক সোনু নিগম। প্রথমে গায়িকার দুই পায়ে চুম্বন করেন তিনি। পরে নিজ হাতে আশা ভোসলের দুই পা ধুয়ে দেন এবং ভেজা পা মুছেও দেন। গায়কের এই সম্মান প্রদর্শনের ভিডিও দেখে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। প্রশংসিত হচ্ছেন সোনু নিগম।
শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে আশা ভোসলের জীবনীভিত্তিক বই ‘স্বরস্বামিনী আশা’র মোড়ক উন্মোচিত হয়েছিল। উপস্থিত ছিলেন আরএসএসের প্রধান মোহন ভাগবত, বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ ও গায়ক সোনু নিগমের মতো ব্যক্তিরা। সেই অনুষ্ঠানেই বর্ষীয়ান এই সংগীতশিল্পীর পা ধুয়ে সম্মান জানান সোনু নিগম।
১৯৪৩ সালে সুরের জগতে পা রাখেন আশা ভোসলে। ৯ শতাধিক সিনেমায় গান গেয়েছেন। এ ছাড়া প্রায় ১২ হাজার গান গেয়েছেন। পদ্মভূষণ উপাধি, ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। পাশাপাশি ২০১১ সালে তাঁকে সর্বাধিক গান রেকর্ডকারী হিসেবে ঘোষণা করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।