রেগে স্টেজ ছাড়েন তুহিন, কী ঘটেছিল
স্টেজ থেকে রেগে নেমে যাচ্ছেন আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন আর তাঁকে স্টেজে থাকার অনুরোধ করছেন আয়োজকেরা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আসলে সেদিন ঘটনা ঠিক কী ঘটেছিল, তা জানার চেষ্টা করেছে প্রথম আলো।
এদিন ঢাকার অদূরের একটি রিসোর্টে করপোরেট আয়োজনে গান শোনাতে গিয়েছিল আভাস। তবে আয়োজকদের অব্যবস্থাপনায় অনুষ্ঠান শেষ না করেই মঞ্চ থেকে নামতে বাধ্য হয় ব্যান্ডটি। অব্যবস্থাপনার কিছু ঘটনা উঠে এসেছে ব্যান্ডটির বেজিস্ট রাজু শেখের ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে। যাতে দেখা যায়, ব্যান্ডটির ভোকাল তানজির তুহিনকে শেষ দুটি গান গেয়ে অনুষ্ঠান শেষ করার অনুরোধ রাখেন আয়োজকেরা। তখন কবি হেলাল হাফিজের কবিতা ‘পত্র দিও’ গানটি শুরু করেন তুহিন। কিন্তু আয়োজকেরা গানের মাঝপথে একাধিকবার স্টেজে আসতে থাকেন। শুধু তা–ই নয়, গান চলার মাঝপথেই র্যাফল ড্রর বিভিন্ন পুরস্কার স্টেজে সাজাতে থাকেন তাঁরা। এ পরিস্থিতিতে রেগে শেষ গান না করে মঞ্চ থেকে নেমে যান তুহিন।
পুরো ঘটনা নিয়ে প্রথম আলোর কথা হয় তানজির তুহিনের সঙ্গে। তাঁর ভাষ্যে, সেদিন যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত স্টেজ থেকে নামতে বাধ্য হোন তিনি। এ গায়কের কথায়, ‘ঘটনা গত সপ্তাহের। ঢাকার কাছেই একটা অনুষ্ঠানে গাইতে গিয়েছিলাম। কিন্তু আয়োজকদের চরম অব্যবস্থাপনায় স্টেজ থেকে নেমে যেতে হয়।’
এদিকে পুরো ঘটনা নিয়ে আভাসের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন ব্যান্ডটির সহপ্রতিষ্ঠাতা ও বেজিস্ট রাজু শেখ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা আভাস পরিবার অত্যন্ত দুঃখিত ও বিব্রত এই রকম অপ্রত্যাশিতভাবে একটি সুষ্ঠু অনুষ্ঠান সমাপ্ত করার জন্য। আমরা একান্ত বাধ্য হয়েই আয়োজকবৃন্দের একটি অংশের অপরিণত ও অজ্ঞ আচরণের কারণে মঞ্চ ত্যাগ করতে বাধ্য হই।’
রাজু আরও লিখেছেন, ‘আমরা শিল্পীরা সাধারণত অনেক ত্যাগ এবং সাধনার মধ্য দিয়ে শিল্পচর্চা করে থাকি; পরিবার, বন্ধুবান্ধব ও অন্যান্য সামাজিক বিষয় বিসর্জন দিয়ে, দেশজুড়ে সাধারণ মানুষের আত্মিক ক্ষুধা নিবারণসহ আমাদের কাজের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমাদের শারীরিক অসুস্থতা, দুর্বলতা উপেক্ষা করে; অনেক রাত নির্ঘুম কাটিয়ে, ভ্রমণে, ক্লান্তিতে থেকেও মঞ্চে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর থাকি। আমরা শুধু এটুকু প্রত্যাশা করি, সকল আয়োজক, দর্শক এবং শ্রোতারা, যেকোনো শিল্পীর পরিবেশনা চলাকালীন দায়িত্বশীল আচরণ করবেন।’