আজ শেষবার গাইবে সার্কাস পুলিশ
সময়টা ২০০৮, দুই বন্ধুর হাত ধরে সার্কাস পুলিশ ব্যান্ডের শুরু। এরপর টানা ১৬ বছর দর্শক মাতানোর পর বন্ধ হয়ে যাচ্ছে ব্যান্ডটির কার্যক্রম। ব্যান্ডের বেশির ভাগ সদস্য বিদেশে পাড়ি জমানোর ফলে এখানেই থামছে হচ্ছে তাদের। আজ শনিবার সন্ধ্যায় ‘লাস্ট কল’ কনসার্টে শেষবারের মতো লাইভ পারফর্ম করবে ব্যান্ডটি। রাজধানীর গুলশানের ‘১৩৮ ইস্ট’ রেস্তোরাঁয় কনসার্টের আয়োজন করেছে বাজ গ্লোবাল। এতে আরও পারফর্ম করবে ব্যান্ড ‘ইন্ডালো’, ‘হ্যালো’, ‘মডার্নোটাকু’ ও ‘দ্য হেড অফিস’।
২০১০ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘পর্যবেক্ষক’, সিডি চয়েজের ব্যানারে ‘আসর’ মিক্সড অ্যালবামে গানটি মুক্তি পায়। এর পরের বছর প্রকাশ পায় ব্যান্ডটির দ্বিতীয় গান ‘অনুসরণ’, ২০১৪ সালে মুক্তি পায় তৃতীয় গান ‘মোহিনী রমণী’। এ ছাড়া ব্যান্ডটির গানের তালিকায় আরও রয়েছে, ‘রাত্রি প্রহরী’, ‘ভারসাম্য’, ‘আনহোলি টেলস অব আদম অ্যান্ড লিলিথ’।
ব্যান্ডটির ড্রামার জুলিয়াদ কাজী প্রথম আলোকে বলেন, ‘এটাই আমাদের শেষ লাইভ পারফরম্যান্স। আসলে ব্যান্ডের সদস্যরা দেশের বাইরে থাকায় একত্রিত হয়ে উঠছে না। তাই আমরা এখানেই পথচলা থামাতে চাই। আমরা আজ শেষবারের মতো শ্রোতাদের সামনে হাজির হচ্ছি।’
ভক্তদের উদ্দেশে জুলিয়াদ বলেন, ‘এত দিন ধরে পাশে থাকার জন্য আমাদের সব শ্রোতা, বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ক্রমাগত সমর্থন আমাদের সংগীতজীবনকে সমৃদ্ধ করেছে, আমরা আপ্লুত।’
তবে একসঙ্গে আর লাইভ পারফর্ম না করলেও ভবিষ্যতে সুযোগ হয়ে উঠলে নতুন গান আনতে পারে ব্যান্ডটি। এ নিয়ে ব্যান্ডটির এই ড্রামার বলেন, ‘একসঙ্গে আর লাইভ পারফর্ম না করলেও নতুন গান তৈরির চেষ্টা আমাদের সব সময়ই থাকবে। ভবিষ্যতে অ্যালবামের আর কোনো প্রতিশ্রুতি দিতে না পারলেও ভবিষ্যতে কয়েকটি নতুন গান প্রকাশ করার আশা রাখছি।’
কনসার্টটির আয়োজক বাজ গ্লোবালের প্রধান নির্বাহী সামিক সাদমান বলেন, ‘শৈশবের প্রিয় একটি ব্যান্ডের বিদায়ী কনসার্টে আয়োজক হতে পারা আনন্দের। আশা করি, ভালো একটা শো হতে যাচ্ছে। এ ছাড়া এখানে ইন্ডালোসহ আরও কয়েকটি ব্যান্ড পারফর্ম করবে।’
ব্যান্ডের লাইনআপ: জুলিয়াদ কাজী (ড্রামার), ইফাজ খান (বেজ), জাকি আদনান (ভোকাল), তানজিব চৌধুরী (গিটার)