নতুন গান নিয়ে আসছে বিটিএস
নতুন গান নিয়ে আসছে বিশ্বজুড়ে আলোচিত কে-পপ ব্যান্ড বিটিএস। ব্যান্ড থেকে সদস্যরা বিরতি নেওয়ার পর প্রথম কোনো দলীয় গানের ঘোষণা দিল বিটিএস। খবর দ্য কোরিয়া হেরাল্ডের
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, বিটিএসের ১০ম বছর পূর্তি উপলক্ষে ‘টেক টু’ শিরোনামে গানটি আগামী ৯ জুন প্রকাশিত হবে। ১৩ জুন দশক পেরিয়ে ১১ বছরে পা ফেলছে বিটিএস। গানটির প্রযোজনায় যুক্ত রয়েছেন সুগা, সুর বেঁধেছেন আরএম ও জে-হোপ। তাঁরা ছাড়াও বাকি সদস্যরাও গানের সঙ্গেই রয়েছেন।
গানটি নিয়ে বিগহিট মিউজিকের বিবৃতিতে বলা হয়, এক দশক ধরে বিটিএসের পাশে থাকার জন্য গানটির মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানানো হবে।
গত বছর জুনে প্রকাশিত অ্যান্থলজি অ্যালবাম ‘প্রুফ’-এ শেষবারের মতো বিটিএসকে পাওয়া গেছে। একই মাসে জিমিন, জে-হোপরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে বিটিএসের কার্যক্রম স্থগিত ঘোষণা করেন। এক বছরের বেশি সময় পর অফিশিয়াল কোনো গানে পাওয়া গেল বিটিএসকে।
ব্যান্ডের এক দশক পূর্তি উপলক্ষে ‘বিটিএস ফেস্ট’-এর আয়োজন করবে বিটিএস। সিউলে এ আয়োজনে বিটিএসের ভক্তরাও উপস্থিত থাকবেন। বিরতির মধ্যে নিজের প্রথম একক অ্যালবাম ‘ফেস’ প্রকাশ করেছেন জিমিন। সুগার প্রথম একক অ্যালবাম ‘ডি-ডে’ প্রকাশিত হয়েছে এপ্রিলে। আরেক সদস্য ভির ‘মেবি’ শিরোনামে একটি একক গান এসেছে।