দশ লাখে মাত্র একজনের হয়: বিরল রোগে আক্রান্ত ‘টাইটানিক’ গায়িকা
চার দশকের বেশি সময় ধরে গান গেয়ে যাচ্ছেন তিনি। পপ, রক ঘরানার গান গেয়ে সারা দুনিয়াতেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমার থিম গান ‘মাই হার্ট উইল গো অন’ তাঁকে আরও জনপ্রিয়তা এনে দেয়। গানটির জন্য অস্কার, গ্র্যামি, গোল্ডেন গ্লোবসহ বড় পুরস্কারই জেতেন তিনি। এই গায়িকা আর কেউ নন, সেলেন ডিওন। তবে এবার তিনি ভক্তদের দিলেন দুঃসংবাদ—অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত তিনি। এ জন্য নিজের কনসার্ট স্থগিত করেছেন তিনি।গতকাল ইনস্টাগ্রামে সেলেন ডিওন জানিয়েছেন, বিরল স্নায়ুরোগ স্টিফ পারসন সিনড্রোমে আক্রান্ত তিনি, যা দশ লাখে মাত্র একজনের হয়।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিও বার্তায় কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ৫৪ বছর বয়সী গায়িকা। বলেন, ‘অনেক দিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না। সম্প্রতি পরীক্ষা–নিরীক্ষার পর স্টিফ পারসন সিনড্রোম ধরা পড়ে। এ রোগের কারণে হাঁটতে ও গান গাইতে সমস্যা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে এই সমস্যা আমার জীবনের সব ক্ষেত্রেও প্রভাব ফেলছে। আমি নিজের কণ্ঠ ব্যবহার করে গাইতে পারছি না।’
জানা গেছে, এই রোগে মূলত পেশিতে টান পড়ে। ফলে পেশির ওপর নিয়ন্ত্রণ থাকে না। এই রোগে সম্পূর্ণ সেরে ওঠার পরিসংখ্যান খুব বেশি নেই। সেলেন ডিওন জানিয়েছেন, সুস্থ হতে তাঁর থেরাপিস্টের সঙ্গে প্রতিদিনই কাজ করে যাচ্ছেন তিনি।
গায়িকার এই ভিডিও বার্তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, যেখানে গণমাধ্যমটি জানিয়েছে, স্টিফ পারসন সিনড্রোম অত্যন্ত বিরল একটি রোগ, যা নিরাময়যোগ্য নয়।
ভিডিও বার্তায় আগামী কনসার্টগুলোও স্থগিত করার ঘোষণা দেন তিনি। জানান, ২০২৩ ও ২০২৪ সালে তাঁর পূর্বনির্ধারিত কনসার্টগুলোর তারিখ নতুন করে ঠিক করবেন। কনসার্ট স্থগিত করায় ভক্তদের কাছে বারবার দুঃখপ্রকাশ করতেও দেখা যায় সেলেন ডিওনকে।