ভাইরাল হওয়া সেই ছেলে এখন কী করেন

এক যুগের বেশি সময় আগের কথা। হঠাৎ রাতারাতি আলোচনায় আসে জনপ্রিয় গায়ক সনু নিগমের ছেলে নিভান নিগম। শুধু আলোচনায় নয়, বাবার মতোই সে সময়ে জনপ্রিয় হয়ে ওঠে পাঁচ বছরের সেই শিশু। দর্শকদের মুখে মুখে তার গান। বাবার মতোই ঢঙে গেয়েছিল ‘হোয়াই দিস কোলাবরি কোলাবরি ডি’ গানটি। ১৪ বছর আগের সেই শিশু এখন কিশোর। কী করেন সেই নিভান? বড় হয়ে কী হতে চান  তিনি?
১ / ৫
লাল, সাদা আর কালো টি-শার্টে কানে হেডফোন। শুরুতেই বলতে শোনা যায়, ‘ইয়ো বয়েস, আই অ্যাম সিংগিং আ সং। সুপ সং।’ রেকর্ডিংয়ের সময় নিভানের নানা অঙ্গভঙ্গি শ্রোতাদের নজর কেড়েছিল।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
ভারত ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশেও গানটি দর্শকদের মুখে মুখে ছিল। জনপ্রিয় হওয়া সেই শিশু তখন একাধিক গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিল, ভবিষ্যতে গান গাইতে তার আপত্তি নেই।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
কিন্তু সনু নিগম চান না তাঁর ছেলে গান করুক। ছেলেকে কেন সংগীত অঙ্গনে আনতে চান না, এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে এর আগে জানিয়েছিলেন, ‘অভিজ্ঞতা থেকে বলতে পারি, ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির অনেক ঘটনা আমাকে আহত করেছে। যে কারণে চাই না সে গান করুক। এখানকার (ভারত) গায়ক বানাতে চাই না। যে কারণে সে ভারতেও থাকে না।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
নিভান বর্তমানে পড়াশোনা করেন। পাশাপাশি নানা রকম ইন্টারনেটভিত্তিক গেমিং নিয়ে ব্যস্ত থাকেন। তিনি থাকেন দুবাইয়ে। ইন্টারনেট গেমিংয়ের অনেক বিষয়েই তিনি অভিজ্ঞ। দুবাইয়ে পুরস্কারও পেয়েছেন। সেদিকে ক্যারিয়ার গড়লেও সনু নিগমের কোনো আপত্তি নেই।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৫
তবে নিভান এখনো গান পছন্দ করেন। বাবার কাছ থেকেই গান শিখেছেন। বাবার সঙ্গেই গানের চর্চা করেন। মাঝে মাঝে তাঁকে অনলাইনে কনসার্টে গান করতে দেখা যায়।
ছবি: ইনস্টাগ্রাম