ভাইরাল হওয়া সেই ছেলে এখন কী করেন
এক যুগের বেশি সময় আগের কথা। হঠাৎ রাতারাতি আলোচনায় আসে জনপ্রিয় গায়ক সনু নিগমের ছেলে নিভান নিগম। শুধু আলোচনায় নয়, বাবার মতোই সে সময়ে জনপ্রিয় হয়ে ওঠে পাঁচ বছরের সেই শিশু। দর্শকদের মুখে মুখে তার গান। বাবার মতোই ঢঙে গেয়েছিল ‘হোয়াই দিস কোলাবরি কোলাবরি ডি’ গানটি। ১৪ বছর আগের সেই শিশু এখন কিশোর। কী করেন সেই নিভান? বড় হয়ে কী হতে চান তিনি?
১ / ৫
২ / ৫
৩ / ৫
৪ / ৫
৫ / ৫