স্পটিফাইয়ে কোন ১০ শিল্পীর গানে বুঁদ ছিলেন শ্রোতারা

চলতি সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেছে সংগীত স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সেরা ১০ শিল্পীর খবর।

১ / ১০
তালিকার ১০–এ আছেন কলম্বিয়ার গায়ক ফেইড। গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় তাঁর ৬ষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ডিয়ার, ডোন্ট বি অ্যাফ্রেইড অব দ্য ডার্কনেস’। এই অ্যালবামসহ তাঁর অন্যান্য গান শুনেছেন শ্রোতারা। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
তালিকার ৯–এ আছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে। এখন অবশ্য তিনি আলোচনায় নতুন সিনেমা ‘উইকেড’-এ অভিনয় করে। তবে বছরজুড়েই তিনি আলোচনায় ছিলেন গান নিয়ে। এএফপি
৩ / ১০
তালিকার ৮–এ আছেন বিতর্কিত মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্ট। যত বিতর্কই থাকুক, গানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় এই র‍্যাপার। রয়টার্স
৪ / ১০
২৫ বছর বয়সী মেক্সিকান শিল্পী পেসো প্লুমা তরুণদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়। গত কয়েক বছর ধরেই তাঁর গান মুক্তির পর বিশ্বজুড়ে আলোচিত হয়েছে। স্পটিফাইয়ের তালিকায় তিনি আছেন ৭–এ। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
তালিকার ৬ নম্বরে আছেন মার্কিন র‍্যাপার ট্র্যাভিস স্কট। গত বছর কাইলি জেনারের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, এ ছাড়াও নানা কারণে ব্যক্তিজীবনে দুঃসময় পার করছেন। তবে শিল্পীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। রয়টার্স
৬ / ১০
এই তালিকার ৫–এ রয়েছেন এই সময়ের তুমুল জনপ্রিয় আরেক গায়িকা বিলি আইলিশ। ২২ বছর বয়সী এই শিল্পীর তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ মুক্তি পেয়েছে চলতি বছরের ১৭ মে। গান দিয়ে বছরজুড়েই আলোচিত ছিলেন তিনি। রয়টার্স
৭ / ১০
চলতি বছরের আরেক আলোচিত গায়ক ড্রেক। এই কানাডীয় র‍্যাপার আছেন তালিকার ৪ নম্বরে। রয়টার্স
৮ / ১০
তালিকার ৩–এ রয়েছেন পুয়ের্তো রিকোর র‍্যাপার ব্যাড বানি। নানা কারণে আলোচিত-সমালোচিত এই শিল্পীর বিশ্বজুড়েই আলাদা শ্রোতাশ্রেণি রয়েছে। রয়টার্স
৯ / ১০
তালিকার ২–এ রয়েছেন আরেক কানাডীয় শিল্পী দ্য উইকেন্ড। ৩৪ বছর বয়সী এই শিল্পী গানের সঙ্গে এখন অভিনয়ও করছেন, আগামী বছর মুক্তি পাবে তাঁর নতুন অ্যালবাম। সব মিলিয়ে বছরজুড়েই তাঁর গান শুনেছেন শ্রোতারা। রয়টার্স
আরও পড়ুন
১০ / ১০
তালিকার শীর্ষে অনুমিতভাবেই রয়েছেন টেলর সুইফট। মাত্র ১৭ বছর বয়সে সংগীতে তাঁর যাত্রা শুরু হয়েছিল। এরপর দুর্দান্ত সব গান, একের পর এক পুরস্কার, রেকর্ড কোম্পানির সঙ্গে লড়াই মিলিয়ে সুইফট হয়ে উঠেছেন বিশ্বসংগীতের অন্যতম শীর্ষ তারকা। তিনি তৈরি করেছেন অবিশ্বাস্য এক ভক্ত-অনুরাগীর দল, যাঁরা পরিচিতি পেয়েছে ‘সুইফটিজ’ নামে। তাঁর চলমান ‘দ্য ইরাস ট্যুর’ কনসার্ট নানা বিচারেই হয়ে উঠেছে এই শতকের অন্যতম গুরুত্বপূর্ণ কনসার্ট ট্যুর। সব মিলিয়ে চলতি বছর স্পটিফাইয়ে রাজত্ব করেছেন তিনি। এএফপি