মা হলেন সংগীতশিল্পী সিঁথি সাহা
বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি। দেশে–বিদেশে তাঁর চিকিৎসা চলছে। এবার আনন্দের খবর দিলেন সংগীতশিল্পী সিঁথি সাহা। প্রথমবার সন্তানের মা হয়েছেন তিনি। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হসপিটালে তাঁর কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সংগীতশিল্পী নিজেই প্রথম আলোকে মা হওয়ার খবর জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিঁথি সাহা হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর তাঁর সন্তান পৃথিবীতে এসেছে। ইতিমধ্যে সন্তানের নামও রেখেছেন—সামারা জয়ী।
মা হওয়ার খবর জানিয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘গত বছর তো প্রায় মারাই যাচ্ছিলাম। এ বছর যেন নতুন করে বেঁচে উঠলাম। বিধাতা আমাকে সন্তান দিয়ে নতুন জীবন দিয়েছেন। এখন আমি আর আমার সন্তান নিয়ে নতুন জীবন। আমি এখন অনেক সুখী।’ তিনি জানালেন, আগামী নভেম্বরের শেষে তিনি দেশে ফিরবেন। দেশে ফিরে আবার কাজ শুরু করবেন।
সিঁথি তাঁর মায়ের কাছে গান শিখে সংগীতজীবন শুরু করেন। তিনি ছায়ানট ও সম্মেলন পরিষদ থেকে শাস্ত্রীয়, লোক এবং আধুনিক সংগীত শিখেছিলেন। রবীন্দ্রসংগীতের জন্য চারটি জাতীয় পুরস্কারসহ তিনি ওই বছরে আরও ১০০টি পুরস্কার লাভ করেছিলেন। গান ছাড়াও তাঁর সঞ্চালনায় টিভি অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’ আলোচিত হয়।