সবাইকে ছাড়িয়ে সুগা

সুগাছবি: বিগ হিট মিউজিক

বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ গায়ক সুগা। ব্যান্ডটির সঙ্গে এক দশকের পথচলায় প্রথমবার কোনো একক অ্যালবাম নিয়ে এলেন তিনি।

গত শুক্রবার প্রকাশিত সুগার অ্যালবাম ‘ডি-ডে’ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন শ্রোতারা। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অ্যালবামের ১০ লাখ ৭০ হাজার কপি বিক্রি হয়েছে। কোনো শিল্পীর প্রথম একক অ্যালবাম ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বিক্রির তালিকায় বিটিএসের আরেক গায়ক জিমিনকে পেছনে ফেলে শীর্ষে উঠেছেন সুগা। খবর বার্তা সংস্থা ইয়োনহ্যাপের

সুগা
ছবি: ইনস্টাগ্রাম

গত মাসে প্রকাশিত জিমিনের প্রথম একক অ্যালবাম ‘ফেস’ প্রথম দিনে বিক্রি হয়েছে ১০ লাখ ২১ হাজার কপি। গত বছর দক্ষিণ কোরিয়ার আরেক গায়ক লিম ইয়োং উনের অ্যালবাম ‘আই অ্যাম হিরো’ প্রায় সাড়ে ৯ লাখ কপি বিক্রি হয়েছিল।
সুগার অ্যালবামে ‘হ্যাগাম’, ‘পিপল পার্ট ২, ‘ডি-ডে’সহ মোট ১০টি গান রয়েছে। সব গান তিনিই লিখেছেন, সুরও করেছেন।
এর মধ্যে ‘পিপল পার্ট ২’ ও ‘হ্যাগাম’ গান দুটি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মিউজিক স্ট্রিমিং সার্ভিস মেলনের তালিকায় ৪ ও ৩৭ নম্বর অবস্থানে রয়েছে।

অ্যালবামের সব গান তিনিই লিখেছেন, সুরও করেছেন
ছবি: বিগ হিট মিউজিক

২০১৩ সালে বিটিএসে যোগ দেন সুগা।
গত বছর বিটিএস থেকে সদস্যরা সাময়িক বিরতি নেন। ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিগ হিট মিউজিক জানিয়েছে, সদস্যরা একক ক্যারিয়ারে মনোযোগ দিতে আপাতত বিরতি নিয়েছেন। সুগা, জিমিস ছাড়াও জে-হোপ, আর এমসহ অন্যরা একক গান প্রকাশ করছেন।

আরও পড়ুন