২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গ্র্যামিতে বাজিমাত করলেন কারা

গ্র্যামিতে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন নারীরা। কোলাজ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আজ সকালে বসেছিল ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবার গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন সিজা। ফোবে ব্রিজারস, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট পেয়েছিলেন সাতটি করে মনোনয়ন। মূল আসরে গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো পেয়েছেন নারীরা।

একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডস–জয়ীরা
রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)
অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট
সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)

বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)
বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’
বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’
বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’
বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’
বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’
বেস্ট র‍্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’
বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’