বিলবোর্ডের তালিকায় লিসা

লিসাইনস্টাগ্রাম থেকে

প্রথম একক অ্যালবাম ‘অলটার ইগো’ প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। অ্যালবামটি দর্শকমহলে রীতিমতো ঝড় তুলেছে। বিলবোর্ডের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। ‘বিলবোর্ড ২০০’ তালিকার সপ্তম স্থানে রয়েছে ‘অলটার ইগো’। সোমবার খবর ইয়োনহ্যাপের

লিসা
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

২৮ ফেব্রুয়ারি অ্যালবামটি প্রকাশিত হয়েছে। এতে ‘লাইফস্টাইল’, ‘চিল’, ‘ড্রিম’সহ ১৫টি গান রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবের একটি কোচেলা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্ট ফেস্টিভালে আমন্ত্রণ পেয়েছেন লিসা। এপ্রিলে একক শিল্পী হিসেবে গাইবেন তিনি।

গত বছর ‘রকস্টার’ প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছিলেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা। গানটির জন্য বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছেন লিসা। বছর তিনেক আগে আরেক গান লালিসা প্রকাশ করেছেন লিসা। বিষয়টি নিয়ে গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘“লালিসা” প্রকাশের পর “রকস্টার” দিয়ে আমার ফেরাটা স্মরণীয় হয়ে থাকল। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি।’

লিসা
শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিঙ্কে যোগ দেন। ব্ল্যাকপিঙ্কের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন। আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।

আরও পড়ুন