আইয়ুব বাচ্চুর ৩০ গানের শিরোনাম নিয়ে এক গান
গিটার জাদুকর আইয়ুব বাচ্চু ২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি রেখে গেছেন অনেক জনপ্রিয় গান। এসব গানের ভেতর দিয়ে আইয়ুব বাচ্চু শ্রোতাদের মনে বেঁচে থাকবেন। আইয়ুব বাচ্চুর গাওয়া অনেক গান থেকে মাত্র ৩০টি গানের শিরোনাম নিয়ে একটি গান বাঁধলেন তাঁরই শিষ্য পার্থিব ব্যান্ডের ভোকাল রুমন। গানের শিরোনাম নিয়ে নতুন গান বানানোর চেষ্টা এর আগেও হয়েছে। চলচ্চিত্রেও এমন উদ্যোগ দেখা গেছে।
মাত্র ৫৬ বছরের জীবনে আইয়ুব বাচ্চু গিটারের মূর্ছনা ও গানে গানে মাতিয়েছেন ভক্ত–শ্রোতাদের। নব্বই দশকের গানের জগতে বিচরণ শুরু করে মৃত্যুর আগপর্যন্ত একটানা গান করে গেছেন তিনি। ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ যখন মঞ্চে গাওয়া হয়, পুরো গানটি আইয়ুব বাচ্চুকে একা গাইতে খুব একটা কেউ দেখেছেন বলে মনে হয় না। একটা গান যে কালজয়ী হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই গান। শত বছর পরও হয়তো গানটি এমনই থাকবে শ্রোতাদের অন্তরে। শুধু ‘সেই তুমি’ নয়, ‘রূপালি গিটার’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘হকার’, ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’, ‘বাংলাদেশ’, ‘তারা ভরা রাতে’, ‘মেয়ে’, ‘এক আকাশের তারা’, ‘ওই দূর আকাশের তারা রে’সহ তাঁর আরও অসংখ্য গানের ইতিহাস একই।
আজ ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রয়াণদিবস। দিনটিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরই গাওয়া ৩০টি গানের শিরোনাম নিয়ে নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছেন রুমন। গানটি প্রসঙ্গে রুমন বলেন, ‘বাচ্চু ভাই চলে যাওয়ার পরপরই, অর্থাৎ ২০১৮ সালেই লিখে সুর করেছিলাম গানটা। এরপর যথারীতি করছি–করব করতে করতে ছয় বছর পার হয়ে গেল। গত সপ্তাহে হঠাৎ মনে পড়ল গানটার কথা। সঙ্গে সঙ্গে ঠিক করলাম যে ১৮ অক্টোবর বাচ্চু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে গানটা প্রকাশ করব। গত কয়েক দিন টানা খেটে গানটি চূড়ান্ত করেছি। শান্তি লাগছে এখন। আশা করছি, গানটি শুনে শ্রোতারা স্মৃতিকাতর হবেন। কারণ, গানটির লাইনে লাইনে আমি চেষ্টা করেছি বাচ্চু ভাইয়ের সৃষ্টির ছোঁয়া রাখতে।’
রুমন জানান, আজ শুক্রবার বেলা তিনটায় নিজের ইউটিউব চ্যানেলে বিশেষ গানটি উন্মুক্ত করবেন।
রুমনের তৈরি গানটি এমন:
ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে
মাধবীর রাত আজও নীল বেদনায়ৎ
কেটে যায় কোনো ঘুমন্ত শহরে।।
তারাভরা রাতে সুখী ছেলেটা
রুপালি গিটার হাতে
এখন অনেক রাত, যদি ভুল করে
চাঁদ মামাকে ডাকে—
তবে রাতের তারা ভাসে জলজোছনায়
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়
ফেরারি মন শুধু খুঁজে যায় তোমাকে—
তাই ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
আপন কেউ নাই আমার
তাই দূরের তোমাকে
জন্মহীন নক্ষত্র জানে
কষ্ট কাকে বলে
ওই রোদ্দুর জানে না
বহু দূরে যেতে হবে আমাকে
রাতজাগা পাখি হয়ে পালতোলা নায়
কোনো দুঃখিনী রাতে—
তাই ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!
ভাড়াখাটা গিটারের ভাড়াখাটা এক প্রেমিক
যায় সাড়ে তিন হাত মাটির ভেতরে
সেই খবর আজ হকার বিলায়
হাসতে দেখার গান কানে বেজে যায়
ছোট্ট উপমার এই বাংলাদেশে—
তবু ময়না, চলো বদলে যাই
এই ঘুম ভাঙা শহরে!