২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অনুষ্ঠান থেকেই গায়ককে হাতকড়া পরিয়ে নিয়ে গেল পুলিশ

কিলার মাইকএএফপি

বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয় ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। তিনটি গ্র্যামি পুরস্কার জিতলেন র‌্যাপ সংগীতশিল্পী কিলার মাইক। কিন্তু সাফল্যের স্বাদ সম্পূর্ণ উপভোগ করার আগে হাতকড়ায় দেখা যায় সংগীতশিল্পীকে। অনুষ্ঠান চলাকালীন কিলারকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ। খবর বিবিসির

র‍্যাপারকে ভিআইপি গেটের কাছে একটি নিরাপত্তাকক্ষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে হলিউড রিপোর্টার।

আরও পড়ুন

কিলার মাইককে আটক করা নিয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র মাইক লোপেজ বার্তা সংস্থা এপিকে জানান, আজকের অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগে গায়ককে আটক করা হয়েছে। শিগগিরই তাঁকে আদালতে হাজির করা হবে।

রোববার রাতে ‘সায়েন্টিস্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স’-এর জন্য ‘বেস্ট র‌্যাপ সং’ ও ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’ বিভাগে জয়ী হন কিলার। তা ছাড়া তাঁর ‘মাইকেল’ অ্যালবামটি ‘বেস্ট র‌্যাপ অ্যালবাম’ বিভাগে পুরস্কার পায়।

এদিকে ৬৬তম গ্র্যামিতে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)। অন্য দুই গুরুত্বপূর্ণ পুরস্কার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ ও ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন যথাক্রমে টেলর সুইফট ও বিলি আইলিশ। এ ছাড়া বেস্ট নিউ আর্টিস্ট হয়েছেন ভিক্টোরিয়া মোনেট।