জর্জ হ্যারিসনের অদেখা পাঁচ ছবি

বিশ্বখ্যাত বিটলস গায়ক, গিটারিস্ট এবং বাংলাদেশের বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ। জীবদ্দশায় তাঁর বহু ছবি তুলেছিলেন প্রয়াত আলোকচিত্রী ব্যারি ফাইনস্টাইন। এর মধ্যে মার্কিন সাময়িকী পিপলে প্রকাশিত এই পাঁচটি ছবি হয়তো আপনি না–ও দেখতে পারেন।
১ / ৫
১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন। কনসার্টে জর্জ হ্যারিসনের গাওয়া ‘বাংলাদেশ, বাংলাদেশ’ গানটি আজও অমলিন। সেই কনসার্টে হ্যারিসন
ছবি: ব্যারি ফাইনস্টাইন
২ / ৫
‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর মহড়ায় বব ডিলান ও জর্জ হ্যারিসন
ছবি: ব্যারি ফাইনস্টাইন
৩ / ৫
১৯৭০ সালে জর্জ হ্যারিসনের ‘অল থিংস মাস্ট পাস’ অ্যালবাম প্রকাশের আগে এই ফটোশুটে অংশ নেন হ্যারিসন
ছবি: ব্যারি ফাইনস্টাইন
৪ / ৫
জর্জ হ্যারিসন নিয়মিত মেডিটেশন করতেন। সত্তরের দশকে যুক্তরাজ্যের ফ্রিয়ার পার্কে ছবিটি তোলা
ছবি: ব্যারি ফাইনস্টাইন
৫ / ৫
চায়ের আয়োজনে খোশমেজাজে হ্যারিসন
ছবি: ব্যারি ফাইনস্টাইন
আরও পড়ুন