ভালো কিছু গান করতে চাই: রাকিবা ঐশী

অটামনাল মুনের কথা ও সুরে ‘দমকা হাওয়া’ গেয়ে প্রশংসা কুড়িয়েছেন সংগীতশিল্পী রাকিবা ঐশী। গানটিসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছে ‘বিনোদন’।

প্রথম আলো:

‘দমকা হাওয়া’র সঙ্গে যুক্ত হলেন কীভাবে?

রাকিবা ঐশী: (অটামনাল) মুন ভাইয়ার সঙ্গে এটিই প্রথম গান। ভাইয়ার গান আগে শুনেছি, তবে কখনোই তাঁর সঙ্গে গান করা হয়নি। মাঝখানে দুই বছর দেশের বাইরে ছিলাম। ইউনিভার্সিটি অব হায়দরাবাদে পড়াশোনা শেষ করে মাস ছয়েক আগে ফিরেছি। ফিরে একটি ঘরোয়া আয়োজনে গানের ক্লিপ দেখে মুন ভাইয়া আমাকে ডেকেছিলেন। গান শুনে বললেন, ‘তোমার জন্য একটি গান তৈরি করতে পারি?’ সেই গানই ‘দমকা হাওয়া’।

প্রথম আলো:

শাস্ত্রীয় সংগীতে পড়াশোনা করেছেন, পাশাপাশি সেমিক্ল্যাসিক্যাল ও আধুনিকও করেন। কোন ধরনের গানে বেশি স্বচ্ছন্দ?

রাকিবা ঐশী: আধুনিক গান, সেটা যেকোনো ভাষারই হোক না কেন। মেলোডিয়াস কিংবা সেমিক্ল্যাসিক্যাল গান ভালো লাগে।

সংগীতশিল্পী রাকিবা ঐশী
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

গানে কাকে আদর্শ মানেন?

রাকিবা ঐশী: অনেকেই আছেন। একেকটা গান একেক কারণে ভালো লাগে। কোনো গান নির্দিষ্ট কোনো শিল্পীর গলায় ভালো লাগে, কোনো গান সুরের জন্য ভালো লাগে। সলিল চৌধুরীর গান ভালো লাগে। লতা মঙ্গেশকর, আশা ভোসলে, হৈমন্তী শুক্লা, মিতালী মুখার্জিদের নাম তো আসবেই। দেশে আঞ্জুমান আরা বেগম, শাহনাজ রহমতউল্লাহ আছেন।

প্রথম আলো:

সামনে কী গান করছেন?

রাকিবা ঐশী: ‘দমকা হাওয়া’র রেশ ধরে অনেকগুলো কাজ আসবে। মুন ভাইয়ার সঙ্গে অনেকগুলো কাজ করছি। হায়দরাবাদে যাওয়ার আগে কয়েকটা গান করছিলাম, যেগুলো শেষ করা যায়নি। সেগুলোও শেষ করব।

প্রথম আলো:

সিনেমায় গাওয়ার পরিকল্পনা আছে?

রাকিবা ঐশী: শিল্পীদের সবারই একটা আগ্রহের জায়গা সিনেমায় একটা ভালো গান। সিনেমার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব। আমি তো নিজের ভালো লাগার জন্য গান গাই, মানুষের জন্যও গাই। এটা আমার স্বপ্নের জায়গা, ভাবনাও আছে।

প্রথম আলো:

শিল্পী হিসেবে নিজেকে কোথায় দেখতে চান?

রাকিবা ঐশী: ভালো কিছু গান করতে চাই। পূর্ববর্তী প্রজন্মের শিল্পীদের গান শুনে আমার কান তৈরি হয়েছে। তেমন কিছু গান আমিও গাইতে চাই, যেগুলো আমার পরবর্তী প্রজন্ম যেন গায়। আমার গান আমার পরে কেউ গাইছে, সেটাই আমার জন্য ভালো লাগার ঘটনা হবে।

সংগীতশিল্পী রাকিবা ঐশী
শিল্পীর সৌজন্যে
প্রথম আলো:

গানে এলেন কীভাবে?

রাকিবা ঐশী: আম্মু ও আব্বু গান ভালোবাসেন। ছোট দুই খালা গান করেন। খালাকে দেখে গানে এসেছি। এর মধ্যে সপ্তম শ্রেণিতে পড়াকালে ‘ক্ষুদে গানরাজ’–এ অংশ নিয়েছিলাম। সেরা ৩০–এ ছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ে পড়াকালে চ্যানেল আই সেরা কণ্ঠে অডিশন দিয়েছিলাম। সেরা কণ্ঠে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিলাম।

প্রথম আলো:

আপনার জন্ম ও বেড়ে ওঠা কোথায়?

রাকিবা ঐশী: নেত্রকোনার মোহনগঞ্জে নানুবাড়িতে আমার জন্ম। বাবার চাকরিসূত্রে সুনামগঞ্জের জামালগঞ্জে বেড়ে ওঠা। পরে ঢাকায় এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর স্নাতক করেছি। তারপর ইউনিভার্সিটি অব হায়দরাবাদে ইন্ডিয়ান ক্ল্যাসিক্যালের ওপর স্নাতকোত্তর করেছি।

আরও পড়ুন