অভিনয়ে মন
এই সময়ের জনপ্রিয় তরুণ গায়িকাদের মধ্যে অন্যতম ডুয়া লিপা। গত কয়েক বছরে গ্র্যামি থেকে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস—হেন পুরস্কার নেই, তিনি জেতেননি। নতুন অ্যালবাম বা গান মুক্তি পেলেই হলো, টপ চার্টের শীর্ষে পৌঁছাতে দেরি হয় না। সেই ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা এবার মন দিচ্ছেন অভিনয়ে।
লেডি গাগা, সেলেনা গোমেজ থেকে টেলর সুইফট—সম্প্রতি অনেক গায়িকাই চলচ্চিত্র ও সিরিজে নিয়মিত হয়েছেন। টেলর সুইফট তো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনারও ঘোষণা দিয়েছেন। এবার জানা গেল ডুয়া লিপার অভিনয়ের কথা।
চলতি বছর ‘অর্গাইল’ দিয়ে বড় পর্দায় লিপার অভিষেক হবে। ম্যাথু ভনের স্পাই থ্রিলার ছবিটিতে তিনি ছাড়াও আছেন হেনরি ক্যাভিল, স্যাম রকওয়েল, স্যামুয়েল এল জ্যাকসন। ছবিটিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন লিপা। তবে প্রথম সিনেমা মুক্তির আগেই নাকি একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি। এতেই অভিনয়কে সিরিয়াসলি নেওয়ার চিন্তাভাবনা করছেন লিপা। ব্রিটিশ গণমাধ্যম দ্য সানকে গায়িকার এক ঘনিষ্ঠজন বলেন, তিনি প্রচুর প্রস্তাব পাচ্ছেন, তাঁর হাতে অনেকগুলো চিত্রনাট্য আছে। সব বিবেচনা করে অভিনয়ে নিজের প্রতিভা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সূত্রটি আরও জানায়, কেবল অভিনয়ই নয়, প্রযোজনাতেও আগ্রহী ডুয়া লিপা। টিভি ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা চালুর পরিকল্পনা করছিলেন অনেক দিন ধরেই, চলতি বছর বিষয়টি নিয়ে কোমর বেঁধে নামবেন। কিছুদিন আগে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় নিয়ে কথা বলেছিলেন ডুয়া লিপা। তখন ‘অর্গাইল’-এ অভিনয় প্রসঙ্গে বলেছিলেন, ‘এটা (অভিনয়) খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে আমার জন্য এটা কেবল শুরুমাত্র।’ অভিনয়কে তিনি নিজেকে ‘আবিষ্কারের’ সবচেয়ে বড় উপায় বলেও অভিহিত করেছিলেন। তবে নিয়মিত অভিনয়ের সিদ্ধান্ত নিলেও প্রথম কাজটি করা তাঁর জন্য যে সহজ ছিল না, সাক্ষাৎকারে স্বীকারও করেন ২৭ বছর বয়সী গায়িকা, ‘বড় চরিত্রে অভিনয় নিয়ে একধরনের ভয় ছিল, তবে এখন আমি অভিনয়শিল্পী; যে কিনা নিজের আবেগ-অনুভূতি পর্দায় তুলে ধরে।’
‘অর্গাইল’বড় বাজেটের অ্যাকশন ছবি। পরিচালক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, ছবিটির অন্তত তিন কিস্তি হতে পারে। চলতি বছর মুক্তি চূড়ান্ত হলেও দিনক্ষণ এখনো ঠিক হয়নি।