এবার ‘আয়না জলের গান’
‘চাঁদমামা’ একা বসে কী করে? বাংলা, নাকি ইংরেজি কবিতা পড়ে? সাদা জামা পরা চাঁদমামাকে নিয়ে রঙে মেতেছে জলের গান। চাঁদরাতে চাঁদমামাকে প্রকাশ্যে এনেছে গানের দলটি। গানের কথা, সুরের সঙ্গে নান্দনিক ভিজ্যুয়ালে আটকা পড়েছেন শ্রোতারা।
জলের গানের অনুরাগীদের সঙ্গে ‘চাঁদমামা’র কুশল বিনিময় আগেই হয়েছে। গানের আসরে গানটি পরিবেশনের পর প্রশংসা কুড়িয়েছে। এবার স্টুডিওতে রেকর্ড করে নতুন মোড়কে সামনে এনেছে জলের গান।
জলের গানের পঞ্চম অ্যালবাম ‘আয়না জলের গান’-এর প্রথম গান ‘চাঁদমামা’। অ্যালবামে ১১টি গান থাকবে। পর্যায়ক্রমে বাকি গান প্রকাশিত হবে।
‘চাঁদমামা’ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন জলের গানের মাঝি রাহুল আনন্দ। দলের সদস্যদের সঙ্গে গানের মডেল হিসেবেও পাওয়া গেছে রাহুলকে। গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে তিনি বললেন, ‘গানটা অনেক আগেই লেখা ও সুর করেছি। কিছুদিন ধরে মঞ্চে গাইছি। অনেকে পছন্দও করেছেন; পরে এটি স্টুডিওতে রেকর্ডের পরিকল্পনা করি।’
গানটির ভিজ্যুয়াল আলাদাভাবে শ্রোতাদের নজর কেড়েছে। জলের গানের প্রতিটি গানের ভিজ্যুয়ালেই বৈচিত্র্যের দেখা মেলে। রাহুল আনন্দের ভাষ্যে, ‘আগে ভিজ্যুয়ালের কনসেপ্টটা ভাবি। সেটা নিয়ে অল্প বাজেটে যতটুকু করা যায়, ততটুকুই করার চেষ্টা করি। মিউজিক ভিডিও বলতে যেটা বোঝায়, এটা আসলে তেমন কিছু নয়। গান, সুর, বাজানো ও দৃশ্যায়ন—সবটা মিলে এটা একটা আর্টওয়ার্ক।’
অ্যালবামের বাকি ১০ গানের মধ্যে ৭টির রেকর্ডিং শেষ হয়েছে, ৫টির ভিজ্যুয়ালও করা হয়েছে। এই বৈশাখে দ্বিতীয় গান ‘প্রেমপত্র’ প্রকাশ করবে জলের গান। প্রতি মাসেই একটি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।
এর আগে ‘অতল জলের গান’, ‘পাতালপুরের গান’, ‘নয়ন জলের গান’ ও ‘অবরুদ্ধ দিনের গান’ নামে চারটি অ্যালবাম প্রকাশ করেছে জলের গান।
পঞ্চম অ্যালবাম ‘আয়না জলের গান’-এর নামকরণ নিয়ে রাহুল জানান, ‘আয়না আমাদের প্রতিচ্ছবি, সময়ের প্রতিচ্ছবি। আয়নার মুখোমুখি না হলে নিজেকে চেনা যায় না।’
জলের গানের সদস্যরা হলেন রাহুল আনন্দ, ইন্নিমা রোশনি, মল্লিক ঐশ্বর্য, মাসুম মিয়া, রানা সারোয়ার, হাবিবুল্লাহ ফারহান, সূত্রধর অর্জুন, গোপী দেবনাথ ও ডি এইচ শুভ।